আলিয়ার সই নকল করে দিনের পর দিন দুর্নীতি! পরে গ্রেফতার, অভিনেত্রীকে ঠকালেন কোন ‘প্রাক্তন’?

এই বৃত্তের বাইরে আলিয়ার জীবনে ছিলেন আরও এক ব্যক্তি, যে কিনা আলিয়ার দিনরাত মেপেজুকে রাখতেন। হ্যাঁ, তাঁর আপ্তসহায়ক বেদিকা শেট্টি।

আলিয়ার সই নকল করে দিনের পর দিন দুর্নীতি! পরে গ্রেফতার, অভিনেত্রীকে ঠকালেন কোন প্রাক্তন?

|

Jul 09, 2025 | 1:21 PM

স্বামী রণবীর কাপুর, মেয়ে রাহা। অন্যদিকে মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট। মোটামুটি এরাই হলেন আলিয়া ভাটের কাছের মানুষ। কিন্তু এই বৃত্তের বাইরে আলিয়ার জীবনে ছিলেন আরও এক ব্যক্তি, যে কিনা আলিয়ার দিনরাত মেপেজুকে রাখতেন। হ্যাঁ, তাঁর আপ্তসহায়ক বেদিকা শেট্টি। বেদিকাই আলিয়ার প্রতিদিনের কাজকে ম্যানেজ করে রাখতেন। তাই আলিয়ার কাছে বেদিকা ছিলেন কাছের মানুষের মতোই। কিন্তু সেই কাছের মানুষই বড়সড় বিপাকে ফেললেন অভিনেত্রীকে!

আলিয়ার প্রাক্তন সেক্রেটারি বেদিকা শেট্টি মোটা টাকার তছরুপ করেছেন আলিয়ার সই নকল করে। তথ্য অনুযায়ী, আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৬ লক্ষ ৯০ হাজার ৮৯২ টাকা তছরুপ করেছেন। এই প্রযোজনা সংস্থার কর্ণধার সোনি রাজদান অর্থাৎ আলিয়ার মা বিষয়টিকে সামনে এনেছেন। গত দুবছর ধরে গোপনে এমন কম্ম চালিয়েছিলেন বেদিকা। আলিয়ার মায়ের অভিযোগের উপর ভিত্তি করেই বেঙ্গালুরুতে গ্রেফতার হন বেদিকা। পাঁচ দিনের ট্রানজ়িট রিমান্ডে মুম্বইয়ে আনা হয়েছে বেদিকাকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়। তবে এই ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি আলিয়া।