৩১ বছর পূর্ণ করলেন আলিয়া ভাট। তাঁর জন্মদিন উপলক্ষে কাপুর ও ভাট পরিবারের তরফ থেকে দেওয়া হয়েছিল পার্টিও। তবে সেই ছবি ভাইরাল হতেই প্রবল নিন্দের মুখে পড়লেন আলিয়া ভাট। নেটিজেনদের একাংশের ‘অভিযোগ’ মুখে নাকি ছুরি কাঁচি চালিয়েছেন তিনি! কেন উঠল এই অভিযোগ? নেপথ্যে আলিয়ার ঠোঁট। তাঁর এখনকার ও আগের ছবির তুলনা করে নেটিজেনদের অভিমত ঠোঁটের আকারে আমূল পরিবর্তন করেছেন আলিয়া। লিপ সার্জারি হালফিলে ভীষণ জনপ্রিয়। তাঁদের অভিযোগ অল্প মাত্রায় হলেও লিপফিলার করিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, তাঁদের আরও অভিযোগ, চোখের তলায় কালো দাগ দূর করার জন্যও নাকি ফিলার ব্যবহার করেছেন আলিয়া। একজন লিখেছেন, “তোমাকে অন্যরকম ভাবতাম। শেষমেশ তুমিও এমন করলে!” যদিও সত্যিই আলিয়া অস্ত্রোপচার করিয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ এ ব্যাপারে এযাবৎ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
এই মুহূর্তে আলিয়া ভাটের কেরিয়ার তুঙ্গে। একের পর এক ছবি হিট হচ্ছে তাঁর। কিছু দিন আগেই অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন রণবীর কাপুরও। হাজির হয়েছিল রাহা কাপুরও। তাঁদের ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়। বাবা-মা-মেয়েও মিষ্টি মুহূর্ত উপভোগ করেছিলেন নেটিজেনরা। কিছু দিন আগেই মেয়ে মুখ দেখান আলিয়া-রণবীর। আলিয়ার মতো মিষ্টি টোলের অধিকারী সে। অনেকেরই মতে রাহা দেখতে নাকি হয়েছেন হুবহু ঠাকুরদা ঋষি কাপুরের মতো।