‘আমার মিলিন্দকেই চাই’, কেন এবং কখন বলেছিলেন আলিশা?

স্বরলিপি ভট্টাচার্য | Edited By: arunava roy

Mar 18, 2021 | 5:52 PM

‘মেড ইন ইন্ডিয়া’ গানের ভিডিয়োর মাধ্যমেই সুপার মডেল মিলিন্দ প্রতিটি দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। সেই জনপ্রিয়তার পিছনে তাঁর পরিশ্রম তো ছিলই। কিন্তু আলিশা না ডাকলে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলিন্দ পেতেন না।

‘আমার মিলিন্দকেই চাই’, কেন এবং কখন বলেছিলেন আলিশা?
মিলিন্দ সোমন এবং আলিশা চিনয়।

Follow Us

১৯৯৫। অত্যন্ত জনপ্রিয় গান ‘মেড ইন ইন্ডিয়া’ এবং মিলিন্দ সোমন (Milind Soman) যেন সমার্থক হয়ে গিয়েছিল। ওই জনপ্রিয় গানের নেপথ্যে আরও একজন ছিলেন। গায়িকা আলিশা চিনয় (Alisha Chinai)। এই গানে অভিনয় করার জন্য মিলিন্দকেই চেয়েছিলেন আলিশা। বাকিটা তো ইতিহাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিশা বলেন, আমি নির্মাতাদের বলেছিলাম, “আমার মিলিন্দকেই চাই। সাপ, জ্যোতিষী, হাতি-র মতো অনেক কিছু এই গানের ভিডিয়োতে দেখিয়েছিলাম, যা ভারতকে বুঝতে সাহায্য করে। যা ভারতকে ম্যাজিক্যাল করে তোলে।”

আলিশা আরও জানান, পপ ঘরানার ওই গান ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য কাজ। সেই সময়ের নিরিখে আলাদা দৃষ্টিভঙ্গী নিয়ে তৈরি হওয়া কাজ। কারণ গানের ভিডিয়োতে সেই প্রথম গায়িকাকেও দেখা গিয়েছিল। অভিনেতা-অভিনেত্রীর লিপ মেলানো নয়, একজন গায়িকা নিজের গানের ভিডিয়োতে রয়েছে, সেই ঘটনা এই গানেই প্রথম ঘটেছিল বলে দাবি করেছেন আলিশা।

আরও পড়ুন, ডেটে গিয়ে রিচাকে ছেড়ে অন্য কিছুর প্রতি আকৃষ্ট হলেন আলি!

আলিশার কথায়, “এই গানের মাধ্যমে প্রত্যেক ভারতীয় গর্ব অনুভব করেছিলেন। প্রত্যেকের মধ্যে দেশাত্মবোধক জেগে উঠেছিল। এমন এটা সময় গানটা তৈরি হয়েছিল, যখন ভারত সম্পর্কে ভাল কিছু শোনা যাচ্ছিল না। সেই মুহূর্তে এই গান সকলকে উদ্বুদ্ধ করেছিল।”

এই গানের ভিডিয়োর মাধ্যমেই সুপার মডেল মিলিন্দ প্রতিটি দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। সেই জনপ্রিয়তার পিছনে তাঁর পরিশ্রম তো ছিলই। কিন্তু আলিশা না ডাকলে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলিন্দ পেতেন না, বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ।

Next Article