বিচ্ছেদ হয়নি, সম্পর্কও ভাল, তবু ২৮ বছর কেন স্বামীর থেকে দূরে অলকা?
মায়ের সঙ্গে দিল্লি যান অলকা, স্টেশনে তাঁদের নিতে এসেছিল নীরজ। নীরজ পেশায় ছিলেন ব্যবসায়ী। অথচ অলকা ইয়াগনিকের পুরো কেরিয়ারই মুম্বইয়ে।

অলকা ইয়াগনিক– সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। প্রায় ১৬ টি ভাষায় গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন বিভিন্ন সময়ে। ১৯৮৯ সালে নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা। এত বছর হয়ে গেলেও সংসার করা হয়নি তাঁর। অথচ স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক যে খারাপ এমনটা কিন্তু নয়! ২৮ বছর পার করলেও কেন একসঙ্গে থাকলেন না তাঁরা? নীরজ ছিলেন অলকার মায়ের বন্ধুর আত্মীয়। প্রথম দেখাতেই ভাল লেগে গিয়েছিল একে অপরকে।
মায়ের সঙ্গে দিল্লি যান অলকা, স্টেশনে তাঁদের নিতে এসেছিল নীরজ। নীরজ পেশায় ছিলেন ব্যবসায়ী। অথচ অলকা ইয়াগনিকের পুরো কেরিয়ারই মুম্বইয়ে। নীরজকে যদিও ব্যবসার জন্য মাঝেমধ্যেই যেতে হত সেখানে। ক্ষতি হচ্ছিল ব্যবসারও। ওদিকে ভরপুর কেরিয়ার ছেড়ে শিলংয়ে সংসার করাও সম্ভব ছিল না অলকার পক্ষে। বাধ্য হয়েই কেরিয়ার বেছে নেন ওঁরা। নিজেরা নিজেদের পেশার কারণে শিলং ও মুম্বইয়ে থাকতে শুরু করেন। তাঁদের মধ্যে সম্পর্কও কিন্তু ভাল ছিল। ফাঁক পেলেই দেখা করতেন তাঁরা। সময় কাটাতেন। এভাবেই কেটে গিয়েছে ২৮ বছর। অনেকেরই ধারণা ছিল, এমন বিয়ে হয়তো টিকবে না। তবে সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে আজও একসঙ্গে রয়েছেন তাঁরা। তাঁদের এক মেয়েও রয়েছে। বিয়ে করে সেও এখন ঘোর সংসারী।
