
সুপারস্টারের সামনে আরেক সুপারস্টার!বলিউড পারফেকশনিস্টের সঙ্গে সাক্ষাৎ দক্ষিণের পুষ্পার! শুধু কী সৌজন্য সাক্ষাৎ, নাকি দুই মহাতারকা মিলে বড়সড় বোমা ফাটাতে চলেছেন!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় হুট করেই ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে আমিরের মুম্বইয়ের বাড়িতে আড্ডায় মত্ত আল্লু অর্জুন। আল্লুর পরনে সাদা রঙের টিশার্ট আর আমিরের পরনে নীল-সাদা রঙের কুর্তা এবং ঢিলে ঢালা পাজামা।
কয়েকদিন আগেই খবরে আসে আমির খান নাকি খুব শীঘ্রই শুরু করবেন তাঁর ড্রিম প্রোজেক্ট মহাভারত। যার পরিচালক এস এস রাজা মৌলি। শোনা যাচ্ছে, এই ছবি নিয়ে কথা বলতেই হয়তো আমিরের বাড়িতে পৌঁছেছেন আল্লু অর্জুন। তবে গুঞ্জন শোনা গেলেও, এই নিয়ে এখনও মুখ খোলেননি আমির বা আল্লু কেউই।
সম্প্রতি আমির খান প্রকাশ্যে এনেছেন তাঁর নতুন ছবি সিতারে জমিন পর ছবির মুক্তির তারিখ। এই ছবি তারে জমিন পর ছবির সিক্যুয়েল। আগামী ২০ জুন মুক্তি পাবে সিতারে জমিন পর। তাঁর মাঝে আল্লুর সঙ্গে এই সাক্ষাৎ নিয়ে শোরগোল নেটপাড়ায়।