Big News: ৫ দিনেই টিম আল্লুর বাজিমাত, ১০০০ কোটির ক্লাবে ‘পুষ্পা ২’

Dec 11, 2024 | 7:56 PM

Pushpa 2 Box Office: সিনে-বিশেষজ্ঞদের অনুমান ছিল ছবি ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে প্রথম সপ্তাহেই। বাস্তবে সেই অনুমানকেই সত্যি করে তুলল পুষ্পা ২। ১১ ডিসেম্বর পুষ্পা ২ গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।

Big News: ৫ দিনেই টিম আল্লুর বাজিমাত, ১০০০ কোটির ক্লাবে পুষ্পা ২

Follow Us

৫ ডিসেম্বর গোটা ভারত জুড়ে মুক্তি পেয়েছে পুষ্পা ২ ছবি। দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান। একের পর এক দিন বদলের পর অবশেষে বছর শেষে মুক্তি পায় পুষ্পা ছবি। যা মুক্তির আগেই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়, ভক্তমনে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবি ঘিড়ে বেড়েছিল প্রত্যাশা। সিনে-বিশেষজ্ঞদের অনুমান ছিল ছবি ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে প্রথম সপ্তাহেই। বাস্তবে সেই অনুমানকেই সত্যি করে তুলল পুষ্পা ২। ১১ ডিসেম্বর পুষ্পা ২ গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এদিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবি ইতিমধ্যে আয় করেছে ১০০২ কোটি টাকা।

ছবির প্রযোজনা সংস্থা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর সামনে আনা হয়েছে। ছবি মুক্তির দিনই পৌঁছিয়ে গিয়েছিল ৩০০ কোটির দরজায়। গোটা দেশ জু়ড়ে এখন পুষ্পা রাজ। প্রতিযোগিতায় নাম লেখায়নি কোনও ছবিই। তাই প্রতিটা প্রেক্ষাগৃহে একের পর এক শো হাউসফুল। আল্লু অর্জুন এখন বিশ্বজুড়ে অনুরাগীদের মনে দাপিয়ে বেড়াচ্ছেন।

ছবির পরিচালক সুকুমার প্রথম থেকেই এই ছবিকে নিয়ে আশাবাদী ছিলেন। জানিয়েছিলেন প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্ব অনেক বেশি জোড়ালো। ফলে ছবির নির্মাণ খরচ বাবদ ব্যয় হয়েছে ৫০০ কোটির বেশি। তবে সপ্তাহ ঘোরার আগেই সেই টাকা ঘরে তুলে নিল টিম পুষ্পা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। অনুমান ছবিকে ঘিরে দর্শক মনে উত্তেজনার পারদ যদিও এমনভাবেই বজায় থাকে, তবে পুষ্পা ২, ২০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েও রেকর্ড গড়তে পারে। এখন সবটাই সময়ের অপেক্ষা।

Next Article