
শুটিং ফ্লোরে হাজির হয় কালো রঙের লম্বামতো এক বাস। তবে দূর থেকে তা বাসের মতো লাগলেও, আসলে এই বাস আস্ত একটা বাড়ির মতন। কী নেই বাসের ভিতর। বেডরুম থেকে শুরু করে, বিলাশবহুল বাথরুম। রয়েছে, ছোট্ট একটি প্লে জোনও। এমনকী, স্পাও রয়েছে এই মেকআপ ভ্য়ানে। ভাবছেন কোন নায়কের? শাহরুখ খান, সলমন খান তো নয়ই। এমনকী, অক্ষয় কুমারও নয়। এই মেকআপ ভ্যান আসলে পুষ্পা অর্থাৎ দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের।
একটা সময় ছিল মেকআপে ভ্যানের ব্যবহার ছিল না ভারতীয় চলচ্চিত্রের শুটিংয়ে। আউটডোর শুটিংয়ে গিয়ে পোশাক বদলাতে বিপাকে পড়তেন একনম্বর তারকারা। তবে সেদিন এখন অতীত। ব্যক্তিগত মেকআপ ভ্যান ছাড়়া এখন কোনও তারকারাই শুটিং ফ্লোরে হাজির হন না।
তবে সবাইকে বাজিমাত করে দিয়েছেন আল্লু অর্জুন। নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর মেকআপ ভ্যান বা ভ্যানিটির ছবি। তা দেখেই বোঝা যাচ্ছে, শুটিং ফ্লোরেই আল্লু থাকেন পুষ্পার মেজাজে।
Every time I buy something big in my life… there is only one thought in my mind … “ People have showered soo much love…it’s the power of their love that I am being able to buy all this “ Gratitude forever . Thank you all ❤️. It’s my Vanity Van “FALCON” pic.twitter.com/pSRBjIFfy0
— Allu Arjun (@alluarjun) July 5, 2019