এটি কোন অভিনেতার ছোটবেলার ছবি?
আপনি যদি ওয়েব অডিয়েন্স হন, তাহলে নিশ্চিত এঁকে চেনেন। তুমুল জনপ্রিয় একটি ওয়েব সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইনি। তবে মূল ওয়েব সিরিজটি ছিল স্প্যানিশ ভাষায়।
তার চোখ প্রায় ক্যামেরার দিকে। গালে টোল পড়া হাসি। হাততালির ভঙ্গি। কয়েকটা দাঁত দেখা যাচ্ছে ঠোঁটের ফাঁকে। এই শিশু একজন সেলেব্রিটি। আপনি চেনেন হয়তো। গেস করতে পারছেন ইনি কে?
আপনি যদি ওয়েব অডিয়েন্স হন, তাহলে নিশ্চিত এঁকে চেনেন। তুমুল জনপ্রিয় একটি ওয়েব সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইনি। তবে মূল ওয়েব সিরিজটি ছিল স্প্যানিশ ভাষায়। এ বার বলুন তো চিনতে পারছেন, এটি কোন অভিনেতার ছোটবেলার ছবি?
View this post on Instagram
যদি বলা হয়, ইনি প্রফেসর। হ্যাঁ, ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর প্রফেসর। না! অবাক হওয়ার কিছু নেই। কারণ এটি প্রফেসর ওরফে অভিনেতা আলভারো মোরতের ছোটবেলার ছবি। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’ সদ্য প্রকাশ করেছে এই ছবি।
আলভারো আগতে স্প্যানিশ অভিনেতা। ‘মানি হাইস্ট’-এর তুমুল সাফল্য তাঁকে গোটা পৃথিবীতে পরিচিতি দিয়েছে। গালের টোল যেন এখনও আগের মতোই। তাঁর ছোটবেলার ছবি দেখে এমনটা মনে করছেন বহু অনুরাগী। ওয়েব সিরিজে ঠাণ্ডা মাথায় পুরো পরিকল্পনার নেপথ্যে ছিল আলভারোর চরিত্রটি। এর পরের সিজনের অপেক্ষায় রয়েছেন দর্শক।
আরও পড়ুন, মুসলিম হওয়ার কারণে ওয়াহিদাকে নাচ শেখাতে অস্বীকার করেন এক গুরু!