চেক বাউন্স করেছে, জালিয়াতিতে ফাঁসলেন আমিশা পটেল

আমিশা পটেলের চেক বাউন্স করেছে। জালিয়াতিতে ফেঁসে গেলেন তিনি। ঝাড়খন্ড হাই কোর্ট আমিশাকে দু’সপ্তাহ সময় দিয়েছে।

চেক বাউন্স করেছে, জালিয়াতিতে ফাঁসলেন আমিশা পটেল
আমিশা পটেল
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 2:39 PM

আমিশা পটেলের ফিল্মি কেরিয়ার এখন বিকেলের সূর্যের মত। ডুবু ডুবু করছে। অনেক বছর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। এখন তাঁকে দেখা যায় কেবল ইনস্টা পোস্টে। রোজই প্রায় একই রকমের পোস্ট! বুক-খোলা জামা পরে বাড়ির বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে ঢুকে পড়েন অন্দরমহলে। এই তাঁর এখন চৌহদ্দি।

ছবি না করলেও ছবি করার ইচ্ছে ষোলোআনা নায়িকার। কয়েক বছর আগে একটা পার্টিতে অজয় কুমার সিং নামে একজন ভদ্রলোকের সঙ্গে আমিশার আলাপ হয়। কথা হয় আমিশার নতুন ছবির জন্য তিনি ইনভেস্ট করবেন। কথা মত অজয় সিং আমিশার অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা পাঠান। কিন্তু ওই ছবি শেষমেশ আর হয় না। এমনকী আমিশা তাঁকে টাকাও ফেরৎ দেননি।

কয়েক বছর ধরেই দু’জনের মধ্যে চাপানউতোর চলছিল। ছোট কোর্টে কেস ফাইলও করেছিলেন ওই ভদ্রলোক। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শেষমেশ তিনি ঝাড়খন্ড হাই কোর্টে নায়িকার নামে মামলা করেন। অজয় সিং জানিয়েছেন যখনই উনি খবর পান ছবিটা হচ্ছে না, আমিশাকে উনি টাকা ফেরৎ দিতে বলেন। আমিশা কিছুদিন পর ওঁকে একটা চেক দেন বটে, কিন্তু সেই চেক বাউন্স করে। এতে আরও চটেছেন অজয় সিং।

আরও পড়ুন :আসছে হরর কমেডি ছবির ‘ইউনিভার্স’! শ্রদ্ধা-বরুণের পর এবার পর্দায় সঞ্জনা সঙ্ঘী

ঝাড়খন্ড হাই কোর্ট আমিশাকে দু’সপ্তাহ সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দুই পার্টিকেই সমস্ত লিখিত আবেদন জমা দিতে বলেছে।