হৃতিককে নিয়ে টানাটানি আমিশা-করিনার, ঝামেলার কারণে আজও কথা বন্ধ দুই নায়িকার, কী ঘটেছিল সেদিন?

বাস্তবেই হৃতিককে নিয়ে টানাটানি শুরু করেছিলেন আমিশা ও করিনা। যা কিনা দেখেছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনকী, বিবাদের চোটে গোটা একটা যুগ কেটে গেল দুই নায়িকার কথা বন্ধ।

হৃতিককে নিয়ে টানাটানি আমিশা-করিনার, ঝামেলার কারণে আজও কথা বন্ধ দুই নায়িকার, কী ঘটেছিল সেদিন?

|

Jun 26, 2025 | 7:22 PM

একদিকে বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। আর তার বিপরীতে বলিউডের দুই সুন্দরী আমিশা প্যাটেল ও করিনা কাপুর। নাহ কোনও সিনেমার প্লট নয়, বরং বাস্তবেই হৃতিককে নিয়ে টানাটানি শুরু করেছিলেন আমিশা ও করিনা। যা কিনা দেখেছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনকী, বিবাদের চোটে গোটা একটা যুগ কেটে গেল দুই নায়িকার কথা বন্ধ। আমিশার নাম শুনলে তো করিনা রীতিমতো ক্ষেপেই যান।

কী ঘটেছিল সেদিন?

কহোনা পেয়ার হ্যায় ছবির জন্য প্রথমে করিনাকেই, হৃতিকের বিপরীতে ঠিক করেছিলেন পরিচালক রাকেশ রোশন। এমনকী, শুটও হয়েছিল একটি গানের দৃশ্য। কিন্তু হঠাৎই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন করিনা। কারণ, করিনা নাকি চেয়েছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর প্রথম ছবি হোক। তারপরই এক ফিল্ম পার্টিতে আমিশার সঙ্গে দেখা রাকেশের। প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। রাকেশ তৎক্ষণাৎ ঠিক করে নেয়, আমিশায় হবে তাঁর ছেলে হৃতিকের প্রথম নায়িকা!

মুক্তি পায় হৃতিক-আমিশার কহোনা পেয়ার হ্যায়। অন্যদিকে মুক্তি পায় অভিষেক-করিনার রিফিউজি। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে কহোনা পেয়ার হ্য়ায়। ফ্লপ হয় করিনার রিফিউজি। ব্যস, ঝামেলা শুরু এখান থেকেই।

শোনা যায়, এক ফিল্মি পার্টিতে করিনার সঙ্গে মুখোমুখি দেখা হয় আমিশার। পাশে ছিলেন হৃতিক। হঠাৎই রিফিউজি ফ্লপ হওয়ার খোঁচা করিনাকে দেন আমিশা। ব্যস, হৃতিকের সামনেই বচসা শুরু। হৃতিক থামাতে চেষ্টা করলেও, করিনা-আমিশার বাকবিতন্ডা চলছিলই। ফিল্মি পার্টিতে অন্য়ান্য সেলেবরাও হাঁ হয়ে দেখছিল সেই কাণ্ড। ঝগড়া বাড়তেই দুজনেই পার্টি থেকে বেরিয়ে যান।