
হিন্দি ছবির আইকন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন যা করেন, সেটাই আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে যায়। ঠিক তাঁর ছবির সংলাপের মত , ‘হাম যাহা খড়ে হতে হ্যায়, লাইন উওহিসে শুরু হতে হ্যায়।’ অনেকে এই সংলাপকে দাম্ভিকতা বললেও এটাই এখন সকলের কাছে নীতি বাক্য হয়ে রয়েছে। অমিতাভ বচ্চন বছরের পর বছর শুধু অভিনয় দিয়েই মনোরঞ্জন করেছেন। এমন ভাবাটা একদমই ভুল। তিনি যখন ছোট পর্দায় এলেন। এর পর থেকে বলিউড থেকে টলিউড সর্বত্র বড় পর্দার স্টাররা ছোট পর্দায় আসতে শুরু করেন। ওই যে উনি বলেছিলেন, লাইন শুরু হয় তাঁকে সামনে রেখেই। বহুবছর ধরে টেলিভিশনের পর্দায় কুইজ শ্যো অ্যাঙ্কারিং করছেন তিনি। এবার ‘কৌন বানেগা করোরপতি’ আরো একটি শ্যো শুরু হতে চলেছে আগামী ১১অগষ্ট ২০২৫ থেকে।
এত বছড়েও পুরানো হয়নি ‘কেবিসি’। এবার একদম অন্যরকম ফরম্যাট নিয়ে ফিরছে এই শ্যো। এবারের শোয়ের ট্যাগ লাইন ‘ যাহা অকল হ্যায়, ওহা আকড় হ্যায়’। এর বাংলা অর্থ হল যেখানে বুদ্ধি রয়েছে, সেখানে আত্মসম্মান এবং দম্ভ থাকবেই। আর বিগ বি তাঁর স্টাইলেই সেই কথা বলছেন। আসলে কেবিসি কুইজ হল এমন এক খেলা যেখানে বিদ্যা ও বুদ্ধির মেলবন্ধনেই প্রতিযোগিরা জয় করে নেয় কোটি টাকা। আর হোস্ট হিসেবে বিগ বি তাঁর নানা অভিজ্ঞতার কথা শেয়ার করার পাশাপাশি প্রতিযোগিদের বহু লড়াইকে সামনে নিয়ে আসেন।
বেশ কিছুমাস ধরে ইন্ডাস্ট্রির অন্দরে খবর ছিল বিগ বি হয়তো আর অ্যাঙ্কারিং করবেন না। তবে শত্রুদের বুড়ো আঙুল দেখিয়ে আবার দর্শকদের হট সিটে আশার আবেদন জানাচ্ছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন,তাও আবার নিজের স্টাইলে।