অমিতাভের অস্ত্রোপচার, উদ্বেগে তাঁর ভক্তরা; হঠাৎ কী হল বিগ বি’র?

Sneha Sengupta |

Jan 15, 2024 | 1:27 PM

Amitabh Bachchan: অমিতাভের অনুরাগীরা তাঁকে নিয়ে খুবই চিন্তায়। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে অমিতাভের। কেউ জানত না বিষয়টি নিয়ে। রবিবার (১৪ জানুয়ারি, ২০২৪ সাল) সেই বিষয়ে নিজেই জানিয়েছেন অমিতাভ। নিজের ব্লগে কিছু ছবি শেয়ার করেছেন অমিতাভ। সেই ছবিগুলিতে তাঁর সঙ্গে রয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারও। এদিন নিজের অস্ত্রোপচার নিয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনাও করেছেন অমিতাভ।

অমিতাভের অস্ত্রোপচার, উদ্বেগে তাঁর ভক্তরা; হঠাৎ কী হল বিগ বির?
অমিতাভ বচ্চন।

Follow Us

অমিতাভের অনুরাগীরা তাঁকে নিয়ে খুবই চিন্তায়। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে অমিতাভের। কেউ জানত না বিষয়টি নিয়ে। রবিবার (১৪ জানুয়ারি, ২০২৪ সাল) সেই বিষয়ে নিজেই জানিয়েছেন অমিতাভ। নিজের ব্লগে কিছু ছবি শেয়ার করেছেন অমিতাভ। সেই ছবিগুলিতে তাঁর সঙ্গে রয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারও। এদিন নিজের অস্ত্রোপচার নিয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনাও করেছেন অমিতাভ।

সম্প্রতি অক্ষয় কুমার এবং অমিতাভ আইএসপিএল, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্রিন প্রিমিয়ার লিগের (এক ক্রিকেট লিগ) জন্য শুটিং করছিলেন। সেখানে অমিতাভের ডান হাতে ব্যান্ডেজ দেখা যায়। হাতে কী হয়েছিল, তা সম্পর্কে স্পষ্ট করে কিছু না জানালেও, অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, শুটিংয়ের বাহানায় অনেক তারকার সঙ্গে দেখা হয়েছে তাঁর এবং সকলের সঙ্গে দেখা করে খুবই আনন্দ পেয়েছেন তিনি।

অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, “আইএসপিএল-এর এই শুটিং করতে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে আমার। আমি যেমন একটি টিমের মালিক, অক্ষয়ও তেমনই এক টিমের মালিক। আমি ওঁর সঙ্গে আমার হাতের অস্ত্রোপচার নিয়েও কথা বলেছি।”

এ দিন সেই শুটিংয়ে হাজির ছিলেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন এবং দক্ষিণের সুপারস্টার সূর্য। অক্ষয়, অমিতাভ ছাড়াও আইএসপিএল-এর অন্যান্য দলগুলির মালিক সইফ আলি খান, করিনা কাপুর খান, রামচরণরা।

Next Article