অমিতাভ বচ্চনের টয়লেটে ‘সোনার কমোড’! জানেন কত দাম?

ভাইরাল ছবির নেপথ্য কাহিনি ঘটনার সূত্রপাত অভিনেতা বিজয় বর্মার একটি পোস্ট থেকে। ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমার শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছিলেন বিজয়। তখনই বিগ বি-র বাথরুমে ওই সোনালি কমোডের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছিলেন তিনি। সম্প্রতি সেই পুরনো ছবি শেয়ার করতেই নেটপাড়ায় শোরগোল।

অমিতাভ বচ্চনের টয়লেটে ‘সোনার কমোড’! জানেন কত দাম?

|

Jan 21, 2026 | 2:53 PM

বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের রাজকীয় জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাঁর বিলাসবহুল বাংলো ‘জলসা’র অন্দরমহল কেমন, তা নিয়ে জল্পনা চলে সবসময়ই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বিগ বি-র বাড়ির শৌচালয়! সৌজন্যে অভিনেতা বিজয় বর্মা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চনের বাড়ির শৌচালয়ে রয়েছে আস্ত একটি ‘সোনার কমোড’ (Golden Toilet)।

কিন্তু প্রশ্ন উঠছে, এই কমোড কি সত্যিই সোনার? আর যদি তা-ই হয়, তবে এর দাম কত হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ঢুঁ মেরেছিলাম বিশ্বের বিভিন্ন লাক্সারি স্যানিটারি ওয়্যার ওয়েবসাইটে।

ভাইরাল ছবির নেপথ্য কাহিনি ঘটনার সূত্রপাত অভিনেতা বিজয় বর্মার একটি পোস্ট থেকে। ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমার শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছিলেন বিজয়। তখনই বিগ বি-র বাথরুমে ওই সোনালি কমোডের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছিলেন তিনি। সম্প্রতি সেই পুরনো ছবি শেয়ার করতেই নেটপাড়ায় শোরগোল। ছবিতে দেখা যাচ্ছে, ঝকঝকে সোনালি রঙের একটি কমোড, যা দেখে মনে হচ্ছে সেটি যেন সোনা দিয়ে বাঁধানো।

কী বলছে ওয়েবসাইট? অমিতাভ বচ্চনের বাড়ির কমোডটি খাঁটি সোনার তৈরি নাকি সোনার প্রলেপ (Gold Plated) দেওয়া, তা নিশ্চিত নয়। তবে বিশ্ববাজারে এই ধরনের রাজকীয় কমোডের দাম সাধারণ মানুষের কল্পনার বাইরে। অনলাইনে লাক্সারি বাথরুম ফিটিংস বিক্রেতা সংস্থা ‘রয়্যাল টয়লেট্রি’ (Royal Toiletry) এবং অন্যান্য আন্তর্জাতিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গোল্ড প্লেটেড বা সেরামিক গোল্ড কমোড: সাধারণ সেরামিকের ওপর সোনালি আস্তরণ দেওয়া বা গোল্ড ফিনিশ করা কমোডের দাম শুরু হয় ১,৫০০ ডলার থেকে ৩,০০০ ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা। যদি তাতে বিশেষ কারুকাজ বা রত্নখচিত থাকে, তবে তার দাম ৫,০০০ ডলার বা ৪ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।

খাঁটি সোনার কমোড হলে দাম কত?

যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে কমোডটি সত্যিই ‘সলিড গোল্ড’ বা নিরেট সোনার তৈরি, তবে তার দাম আকাশছোঁয়া। ২০১৯ সালে বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান (Maurizio Cattelan) ১৮-ক্যারেট সোনা দিয়ে একটি টয়লেট তৈরি করেছিলেন, যার নাম ছিল ‘আমেরিকা’। সেই সময় সেটির বাজারমূল্য ছিল প্রায় ৬ মিলিয়ন ডলার বা প্রায় ৫০ কোটি টাকা। বর্তমানে সোনার দাম বৃদ্ধির ফলে এর মূল্য ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

বিলাসবহুলতার প্রতীক বিগ বি-র বাড়িতে যেটি দেখা গেছে, সেটি সম্ভবত উচ্চমানের ‘গোল্ড ফিনিশ’ করা আধুনিক প্রযুক্তির কমোড। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের শৌখিন সামগ্রী কেবল প্রয়োজনেই নয়, বরং আভিজাত্য ফুটিয়ে তুলতেই বিত্তবানরা ব্যবহার করে থাকেন। আপাতত নেটজনতা মজে আছেন এই সোনালি জল্পনাতেই। শাহেনশার বাড়ির অন্দরমহল বলে কথা, সেখানে একটু ‘সোনার ছোঁয়া’ থাকবে না, তা কি হয়?