‘থাকব নাকি চলে যাব!’, অমিতাভের ফের রহস্যময় পোস্ট, অভিনয় ছাড়ার ইচ্ছা?

সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ বলিউডের ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চন। দেশ-বিদেশে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তই তুলে নেটদুনিয়ায়। এমনকী, নিয়মিত ব্লগও লেখেন। এবার সেই সোশাল মিডিয়ার হাত ধরেই বিগ বি এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক দর্শক!

থাকব নাকি চলে যাব!, অমিতাভের ফের রহস্যময় পোস্ট, অভিনয় ছাড়ার ইচ্ছা?

|

Mar 01, 2025 | 2:01 PM

ফেব্রুয়ারি মাসের শুরুতেই একটা মধ্যরাতের একটা পোস্টে হইচই ফেলে দিয়েছিলেন অমিতাভ। অনুরাগীরা তো ধরেই নিয়েছিলেন, যে তিনি বোধ হয়, অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তবে সম্প্রতি সেই পোস্ট নিয়ে মন্তব্য করতে গিয়ে, তিনি কৌন বনেগা ক্রোড়পতির শুটিং ফ্লোরের মধ্যরাতের শুটিং থেকে ছুটকারা পাওয়ার কথা বলেছেন। তবে ফের সোশাল মিডিয়ায় নতুন পোস্টে, অমিতাভের নতুন টুইস্ট।

সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ বলিউডের ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চন। দেশ-বিদেশে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তই তুলে নেটদুনিয়ায়। এমনকী, নিয়মিত ব্লগও লেখেন। এবার সেই সোশাল মিডিয়ার হাত ধরেই বিগ বি এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক দর্শক! অনুরাগীরা তো অমিতাভের এই পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।

এবার কী লিখেছেন বিগ বি?

অমিতাভ এবার তাঁর এক্স প্রোফাইলে লিখলেন, যাব নাকি থেকে যাব! অমিতজি এবারও কি শুটিং ফ্লোরের কথাই লিখেছেন! নাকি নতুন কোনও সিদ্ধান্ত। তা নিয়ে অবশ্য তর্ক-বিতর্ক চলছে সোশাল মিডিয়ায়।

অমিতাভ অবশ্য তাঁর এই পোস্টে রহস্যই রেখেছেন। তিনি ঠিক কী ছেড়ে চলে যেতে চাইছেন, তা স্পষ্ট করেননি। বলিপাড়ার গুঞ্জন বলছে, অমিতাভ অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন। এমনকী, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অবসর ঘোষণা করতে পারেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান।

এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ। ব্যারিটন আওয়াজে বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে। সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে। তবে গুঞ্জন রটলেও, এই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবার।