‘বীরত্বের ঢাক পেটাতে নেই!’ অমিতাভের নতুন পোস্টে শোরগোল
নেটদুনিয়ায় অমিতাভের এই নিস্তব্ধতা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন তাঁকে। তবে গত রবিবার প্রথম নীরবতা ভাঙেন বিগ বি। সোশাল মিডিয়ায় লেখেন, তাঁর বাবার কবিতা। আর এবার ফের রামচরিত মানসের এর একটি পংক্তি ভাগ করে নেন বলিউডের শহেনশা।

পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর নিয়ে যখন ভারতীয় সেনার প্রশংসায় ছয়লাপ গোটা বলিপাড়া। তখন সবার নজরে পড়েছিল পহেলগাঁও থেকে শুরু করে অপারেশন সিঁদুরে মুখে কুলুপ এঁটেছিলেন অমিতাভ বচ্চন। তাঁর কাছ থেকে কোনও পোস্ট পাওয়া যায়নি বিষয়ে। নেটদুনিয়ায় অমিতাভের এই নিস্তব্ধতা নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন তাঁকে। তবে গত রবিবার প্রথম নীরবতা ভাঙেন বিগ বি। সোশাল মিডিয়ায় লেখেন, তাঁর বাবার কবিতা। আর এবার ফের রামচরিত মানসের এর একটি পংক্তি ভাগ করে নেন বলিউডের শহেনশা।
কী লিখলেন অমিতাভ?
অমিতাভ তাঁর এক্স প্রোফাইলে লিখলেন, “যুদ্ধে যে দেশনায়কেরা অংশ নেন, তাঁরা তাঁদের বীরত্ব নিয়ে কখনও ঢাক পেটান না। ওঁরা যুদ্ধক্ষেত্রে লড়াই করে নিজেদের বীরত্ব দেখান। নিজেদের বীরত্বের প্রশংসা ওঁরা নিজেরা করেন না।”
এর আগে অমিতাভ পহেলগাঁও জঙ্গি হামলার বর্ণনা দিয়ে লেখেন, “ছুটি কাটাতে গিয়ে ওই রাক্ষস নিরাপরাধ দম্পতিকে টেনে নিয়ে গেল, স্বামীর পোশাক খুলে নিল এবং ধর্ম জানার পর গুলি চালাতে শুরু করল। তাঁর স্ত্রী যখন হাঁটু গেড়ে বসে, কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে তাঁর স্বামীকে না মারার, তারপরও ওরা নিষ্ঠুরভাবে তাঁর স্বামীকে হত্যা করে, স্ত্রীকে বিধবা করে দেয়। যখন স্ত্রী বলল, আমাকেও মেরে ফেল! তখন ওই দানব বলল, না, যাও গিয়ে বলে দাও…!”
T 5376(i) – 👇🏽👇🏽👇🏽 the meaning of the poem words below on T 5376 ..
These words of the title are from the Tulsidas Ramcharit Manas .. तूलिसदास रामचरित मानस … the sage Tulsidas’s Ramayan ..
“सूर समर करनी करहिं, कहि न जनावहिं आप” पंक्ति का अर्थ है कि शूरवीर अपने पराक्रम को…
— Amitabh Bachchan (@SrBachchan) May 11, 2025





