বিগত বেশ কিছু মাস ধরেই রটেছে, বচ্চন পরিবারে নাকি বিচ্ছেদের সুর। কিছুই নাকি ভাল যাচ্ছে না অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। গসিপ এও বলছে, একসঙ্গে অম্বানির অনুষ্ঠানে গোটা বচ্চন পরিবার হাজির হলেও নাকি সম্পর্ক নাকি ভাল নেই তাঁদের। সবটাই নাকি আদপে ড্যামেজ কন্ট্রোল! এ সবের ভাইরাল হয়েছে এক পুরনো ভিডিয়ো। যে ভিডিয়োটি অমিতাভ বচ্চনের। যেখানে ঐশ্বর্যার বিয়ের খবর অস্বীকার করতে দেখা গিয়েছে তাঁকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিগ-বি সাফ জানিয়েছেন, বিয়ে মোটেও হয়নি তাঁর বৌমার। না, অভিষেকের কথা বলেননি তিনি এখানে। বরং তাঁর নিশানায় এক গাছ।
বলিউডের একাধিক সূত্র মারফৎ জানা যায়, ঐশ্বর্যা নাকি মাঙ্গলিক ছিলেন। জ্যোতিষে বিশ্বাসী বচ্চনদের নাকি তাঁর এই ‘দোষ’ একেবারেই পছন্দ ছিল না। সেই কারণেই নাকি অভিষেককে বিয়ের আগে এক গাছকে বিয়ে করতে বাধ্য হন বিশ্বসুন্দরী। এই রটনা নিয়ে সে সময় বেশ হইচই হয়েছিল। এতটা কুসংকারচ্ছন্ন বচ্চন পরিবার? এই প্রশ্নে জর্জরিত হতে হয়েছিল তাঁদেরকে। এমনকি বিদেশে গিয়েও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ঐশ্বর্যাকে। বচ্চন পরিবারের বহু চুপ ছিলেন। কোনওদিন এ নিয়ে একটা মন্তব্যও করতে দেখা যায়নি তাঁকে। তবে তাঁর হয়ে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। শুধু মুখ খোলেননি। কার্যত রেগে গিয়েছিলেন তিনি। বচ্চন বলেন, “এই বিয়েই হয়নি। এই সব কুসংস্কারে আমরা বিশ্বাসী নই। যে গাছের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়েছিল, সেই গাছ কোথায়?” এমনকি এও জানান তিনি, বিয়ের সময় ঐশ্বর্যার জন্মকুন্ডলীও নেওয়া হয়নি বচ্চন পরিবারের তরফে।
২০০৭ সালে বিয়ে হয় অভিষেক ও ঐশ্বর্যার। এর কিছু বছর পর জন্ম হয় আরাধ্যার। সব কিছু ঠিকই চলছিল। তবে হঠাৎ রটেছে গুঞ্জন। চলছে বিস্তর আলোচনা। ‘এর শেষ কোথায়’? সেই প্রশ্নেই এখন সরব তাঁদের ভক্তরা।