বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ছেলেকে চিঠি অমিতাভের, ‘তুমি যা করেছ…’

Feb 04, 2024 | 10:22 PM

Amitabh Bachchan: কেন ছেলেকে নিয়ে এতটা গর্বিত অমিতাভ? ২০২৩ সালে মুক্তি পায় অভিষেকের ছবি 'ঘুমার'।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ছেলেকে চিঠি অমিতাভের, তুমি যা করেছ...
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ছেলেকে চিঠি অমিতাভের

Follow Us

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। বলি-টাউনে গুঞ্জন তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে! এও শোনা যাচ্ছে এই মুহূর্তে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছেন ঐশ্বর্যা। এরই মধ্যে ছেলে অভিষেককে নিয়ে আবেগঘন অমিতাভ এক পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “আমার শ্রদ্ধা ও ভালবাসা তোমাকে। তুমি আমায় গর্বিত করেছ। তুমি যা করেছ তার জন্য তোমায় অনেক ভালবাসা আগামীতে ও ভবিষ্যতেও।”

কেন ছেলেকে নিয়ে এতটা গর্বিত অমিতাভ? ২০২৩ সালে মুক্তি পায় অভিষেকের ছবি ‘ঘুমার’। ছবিটি বক্সঅফিসে সেই ভাবে হিট না হলেও সমালোচকদের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হয়। সম্প্রতি সেই ছবি জিতে নিয়েছে পুরস্কারও। আর সেই কারণেই ছেলের জন্য গর্বে বুক ফুলে উঠেছে বাবার।

হাঙ্গেরিয়ান ডানহাতি শ্যুটার ক্যারোলি টাকাস-এর জীবন কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি। যাঁরা প্রতিকূল অবস্থাতেও নিজেদের স্বপ্নকে ভেঙে যেতে দেননি সেই সব খেলোয়াড়দের গল্প বলে ছবিটি। ক্যারোলি ছিলেন হাঙ্গেরির এক সেনা। সঙ্গে একজন ডানহাতি শ্যুটারও। কিন্তু একটি বিস্ফোরণের পর তাঁর ডানহাত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি হতাশায় না গিয়ে অন্যহাত দিয়ে আবার স্বপ্ন পূরণ করার উদ্যোগ নেন। সফলও হন। ১৯৪৮ সালের সামার অলিম্পিকে তিনি দুটো সোনার পদক অর্জন করেন। এই ছবির অনুপ্রেরণা তিনিই।

Next Article