বলিউডের তিনি অভিভাবক। তিনি অমিতাভ বচ্চন। টানা ৫৪ বছর ধরে যিনি সিনেমার জগতে ঝড় তুলেছেন। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন তিনি। তরুণ প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন তিনি। বয়স পেড়িয়েছে ৮০-র গণ্ডি। রাতদিন পাল্লা দিয়ে সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। নিত্যদিন একটি করে পোস্ট তাঁর থেকে পেয়েই থাকেন ভক্তরা। আর ভোটযুদ্ধে তার ব্যতিক্রম হবে? তা কি হয়? অমিতাভ বচ্চনের তাই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা মিলল জয় শ্রীরাম ক্যাপশনের। ভোট ফলাফলের ঠিক আগের দিনই এই পোস্ট করেন অমিতাভ বচ্চন। ভোটের সঙ্গে এই স্লোগানের বর্তমানে যোগ থাকায় অনেকেই অন্য ইঙ্গিত খোঁজার চেষ্টা করছেন ঠিকই, তবে তিনি শ্রীরাম জন্মভূমির বিশ্বজোড়া প্রচারকেই সামনে তুলে আনতে এই পোস্ট করেন। যেখানে দুবাই থেকে লন্ডন, গোটা বিশ্বে ঠিক কোথায় কোথায় রাম জন্মভূমির এই প্রচার চলেছে, তারই ক্লিপিং তিনি শেয়ার করলেন।
আর সেই ভিডিয়োর ক্যাপশনেই তিনি লিখলেন, এই জয় শ্রীরাম শব্দটি। রামজন্মভূমির কথা পৌঁছে যাচ্ছে বিশ্বের দিকে দিকে। মানুষের সেই আবেগকেই এবার ফ্রেমবন্দি করলেন বচ্চন। কেউ আবার তাঁকে প্রশ্নও করে বসলেন, আপনার কেরিয়ারে তো এভাবে ধর্ম নিয়ে কথা বলতে আগে দেখা যায়নি, তবে এখন কীসের এত প্রয়োজন পড়ল? কেউ কেউ আবার তাঁর কমেন্ট বক্স জয় শ্রীরাম বলে ভরিয়েও দিলেন।
তবে কোথাও গিয়ে অমিতাভ বচ্চনের এই পোস্টের সঙ্গে ভোট ফলাফল কিংবা রাজনীতির কোনও সংযোগ নেই বললেই চলে। যদিও অনেকেই অমিতাভের এই পোস্ট প্রসঙ্গকে একেবারেই উড়িয়ে দিতে নারাজ।