৬৫৯০০০০০ টাকা খরচ করে জন্মদিনে নিজেকে কী উপহার দিলেন অমিতাভ?

গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। তবে এবারের জন্মদিনটা বিগ বির কাছে ছিল একটু স্পেশাল। কেক কাটা, অনুরাগীদের সঙ্গে দেখা করা ছাড়াও, এবছর অমিতাভ যেটা করলেন, তা একেবারেই অভিনব। জন্মদিনে নিজেকেই দিলেন বড়মাপের উপহার!

৬৫৯০০০০০ টাকা খরচ করে জন্মদিনে নিজেকে কী উপহার দিলেন অমিতাভ?

|

Oct 14, 2025 | 2:02 PM

গত ১১ অক্টোবর ৮৩ বছরে পা দিলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। তবে এবারের জন্মদিনটা বিগ বির কাছে ছিল একটু স্পেশাল। কেক কাটা, অনুরাগীদের সঙ্গে দেখা করা ছাড়াও, এবছর অমিতাভ যেটা করলেন, তা একেবারেই অভিনব। জন্মদিনে নিজেকেই দিলেন বড়মাপের উপহার! আর সেই উপহার কিনতে অমিতজি খরচ করলেন ৬৫৯০০০০০ কোটি টাকা!

তা কী কিনলেন অমিতাভ?

শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলির প্রতিবেশী হতে চলেছেন অমিতাভ বচ্চন। মুম্বইয়ে জলসা, প্রতীক্ষার পর এবার আলিবাগে ৩ টি জমি কিনলেন বিগ বি। জানা গিয়েছে, যার দাম ৬৫৯০০০০০ টাকা।

ইদানিং দেখা গিয়েছে, বলিউডের প্রায় বেশিরভাগ তারকারাই মুম্বই থেকে সরে গিয়ে আলিবাগে বাড়ি কিনছেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন অমিতাভ বচ্চন।

তথ্য অনুযায়ী, আলিবাগের মুনাভলিতে তিনটি ৮, ৮৮০ স্কোয়ার ফিট জমি কিনেছেন বিগ বি। যার দাম ৬ কোটি ৫৯ লাখ টাকা। স্ট্যাম্প ডিউটির জন্য ৩৯ লাখ ৫৮ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি দিয়েছেন ৯০ হাজার টাকা। এই তিনটি প্লটের মাপ ৩,৭৬০, ২,৫৮০, ২৫৪০ স্কোয়ার ফিট।

প্রসঙ্গত, অমিতাভ এই নিয়ে অযোধ্যায় ৪ জমি কিনেছেন। রাম জন্মভূমির প্রতি এত ভালবাসা স্পষ্ট করতেই যেন ফের জমি কিনে ফেললেন বিগ বি। তাও আবার রামমন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।

তথ্য বলছে, ২৫ বর্গফুটের এই জমিটি একেবারে সরযূ নদীর তীরে। যেখানে রয়েছে সরযূ নামের একটি বিলাসবহুল আবাসনও। সেখানে বিগ বি বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা। গত বছর জানুয়ারি মাসে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন অমিতাভ। এবার যেটি কিনলেন তার দাম ৪০ কোটি টাকা।

জানা গিয়েছে, এর আগে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের ট্রাস্টের নামেও অযোধ্যায় রয়েছে আরেকটি জমি। যার মাপ ৫৪ হাজার বর্গফুট। তবে নতুন এই জমি নিয়ে বিগ বি করবেন, তা এখনও স্পষ্ট নয়।