পুরনো দিনের মজার ঘটনা শেয়ার করলেন অমিতাভ বচ্চন। তাঁর ‘অদ্ভুত’ স্টাইল স্টেটমেন্টের কারণে সবাই ভেবেছিল তিনি বুঝি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, জানালেন বিগ-বি।
সেই কোন যুগ থেকেই নিজেকে এগিয়ে রাখতে পছন্দ করেন তিনি। যে সময় কালো কাচের রোদচশমা ছিল ফ্যাশনে ইন, বিগ-বি’র পছন্দ ছিল ট্রান্সপারেন্ট সানগ্লাস। সে রকমই এক সানগ্লাস পরা ছবি শেয়ার করে তিনি লিখছেন, “সত্যিই কী দিন ছিল… যখন পাবলিক ফাংশনে এই সব কেউ পছন্দ করতেন না। কিন্তু আমার পরতে বেশ ভালই লাগত। সবাই ভেবেছিল আমি বুঝি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি।” ৭৮-এও বিগবি’র এ হেন রসিকতায় মজা পেয়েছেন তাঁর ভক্তরাও।
কিছু দিন আগেই করোনার টিকা নিয়েছেন বিগ-বি। হাতে রয়েছে একগুচ্ছ কাজও। হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর বলি রিমেকে অভিনয় করতে চলেছেন তিনি। রয়েছেন দীপিকা পাড়ুকোনও। এ ছাড়াও অজয় দেবগণ পরিচালিত ‘মে ডে’তেও অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন- করোনা আক্রান্ত রেজওয়ান, বাড়ি থেকেই করেছেন শুট