“কাল ভোরে…উদযাপন শুরু…কিন্তু কেন..এটা তো শুধুমাত্র আরেকটা দিন, আরেকটা বছরের..বড় বিষয়! এর চেয়ে ভাল সপরিবারে আমরা সুর সৃষ্টি করি।” — গত বছরের শেষ দিনে ছবি পোস্ট করে ক্যাপশনানে লিখলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবিতে দেখা যাচ্ছে রেকর্ডিং সেশন চলছেন। নাতনি আরাধ্যার সঙ্গে বসে বিগ বি। আরাধ্যার সামনে রাখা মাইক। জুনিয়র বি তুলছেন মিরর পিকচার। আর ঐশ্বর্য্যও তুলছেন মেয়ের ছবি।
আরও পড়ুন আমাদের অনেকগুলো বছর দেখা হয়নি, কিন্তু ওর আত্মার সঙ্গে যোগাযোগ ছিল: ওম
সম্প্রতি আরেক ছবি প্রকাশ্যে এল, অমিতাভের সঙ্গে বসে নাতনি আরাধ্যা। ভিক্ট্রি সাইন দেখাচ্ছেন অমিতাভ। ক্যাপশানে লেখা, ‘নাতনি এবং ঠাকুরদা স্টুডিও মাইকের সামনে বসে, মিউজিক তৈরি করছে।’
T 3768 – … tomorrow dawns .. and the celebrations begin .. but for what .. its just another day another year .. big deal !
Better off making music with the family .. pic.twitter.com/6Tt9uVufbp— Amitabh Bachchan (@SrBachchan) December 30, 2020
অমিতাভ-আরাধ্যার যুগলবন্দী কবে শ্রোতাদের কানে বাজবে তা স্পষ্ট করেননি অমিতাভ। এও জানা যায়নি তাঁরা কি কোনও ফিল্মের জন্য গান রেকর্ড করলেন নাকি কোনও স্পেশাল কোলাবরেশন?
অমিতাভ বচ্চন কিন্তু এর আগে বহু ছবিতে গান গেয়েছেন। তাঁর ডেবিউ গান ছিল ‘মেরে পাস আও’ (মিস্টার নটওরলাল), তারপর ‘রং বরসে’ (সিলসলা), ‘ম্যায় ইয়াহ তু ওয়াহ’র (বাঘবান) মতো সুপারবহিট গান গেয়েছেন। কিংবদন্তী অভিনেতাকে দেখা যাবে, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুণ্ড’ , ‘চেহরে’র মতো ছবিতে দেখা যাবে। সম্প্রতি ‘মে ডে’ ছবির সঙ্গে যুক্ত হলেন বলিউডের ‘শাহেনশাহ’।