‘কভি কভি’ ছবির শ্যুটে কস্টিউম এসে না পৌঁছলে, অমিতাভ বচ্চন কী করেছিলেন

ছোট পর্দায় শ্যো চলাকালীন বহু অংশগ্রহণ কারিরা নানা ধরণের আব্দার রাখেন বিগ বি-এর কাছে। এই রকম অনুরোধ প্রসঙ্গেই উঠে আসে এক ঘটনা। অমিতাভ বচ্চন তাঁর স্মৃতি থেকে জানালেন।

কভি কভি ছবির শ্যুটে কস্টিউম এসে না পৌঁছলে,  অমিতাভ বচ্চন কী করেছিলেন

|

Apr 20, 2025 | 3:20 PM

কিংবদন্তি শিল্পী অমিতাভ বচ্চন। দেশ বিদেশে তাঁর ফ্য়ন ছড়িয়ে। আজও সমান উৎসাহ নিয়ে তিনি ছবির শ্যুটিং-এ হাজির হন। তাঁকে দেখে নতুন প্রজন্মের অভিনেতারা শিক্ষা নিয়ে থাকেন। নিয়মানুবর্তিতা আর নতুন কিছু শেখার ইচ্ছেই তাঁর প্রান শক্তি। বহুবার নানা সাক্ষাৎকারে উঠে এসেছে বিষয় গুলি। তবে অনেকেই বলেন, অমিতাভ বচ্চনের মধ্যে রসবোধ রয়েছে ভরপুর। এমনই একটি ঘটনা দেখা গিয়েছিল ছোট পর্দায় তাঁরই একটি ননফিকশন শ্যোতে।

এই শ্যো চলাকালীন বহু অংশগ্রহণ কারিরা নানা ধরণের আব্দার রাখেন বিগবি- এর কাছে। এই রকম অনুরোধ প্রসঙ্গেই উঠে আসে এক ঘটনা। অমিতাভ বচ্চন তাঁর
স্মৃতি থেকে জানালেন, ” সালটা ১৯৭৪ অথবা ১৯৭৫, একই সঙ্গে চলছে ‘দিওয়ার’ ও ‘কভি কভি’ ছবির শ্যুট। সবাই এখন জানে, ‘দিওয়ার’ একেবারেই অ্যাকশন ড্রামা ছবি। মারামারির ভরপুর। আর অন্যদিকে ‘কভিকভি’ ছবি রোমান্টিক ফিল্ম। চারিদিকে পাহাড়ের সৌন্দর্য্য। শ্যুট চলছিল কাশ্মীর উপত্যকায়।  মুম্বইতে শ্যুট করেই পরের দিন সোজা কাশ্মীর যেতে হয়েছিল, আমি ইয়স চোপড়াকে বললাম, দুদিনের মধ্যে শ্যুট, অথচ কোন শ্যুটিং এর কস্টিউম এসে পৌঁছয়নি, তাতে ইয়স চোপড়া বললেন, ‘কোন অসুবিধা নেই, নিজের জন্য যা পোশাক সঙ্গে এনেছো পড়ে চলে এস স্পটে।’ সুতরাং আজ দর্শকদের জানিয়ে দিচ্ছি, যা পোশাক আমি পড়েছি সেই বিখ্যাত গানের দৃশ্যে, এ সেই সবকটা পোশাক আমার নিজের ছিল।” কিছুক্ষণ হেসে আরও বলেন, ” আর আজ আমি বলতে চাই, ওই পোশাকের একটাও আর ফেরত পাইনি প্রোডাকশন থেকে।” (হাসি)।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের ফিল্ম কেরিয়ারে এই দুটি ছবি খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অমিতাভ বচ্চন যখন অ্যাংরি ইয়াং ম্যান তকমা পাচ্ছেন, সঙ্গে একজন আদন্ত রোমান্টিক হিরোর ইমেজ তৈরি করছেন বড় পর্দায়। ‘দিওয়ার ‘ ও ‘কভি কভি’ বক্স অফিসেও দারুণ সফলতা পেয়েছিল।