‘ওরা কেউ ফিরেও তাকায় না…’, কঠিন সত্যি তুলে ধরে অকপট অমিতাভ

Sep 09, 2024 | 10:11 PM

অমিতাভ এমনটা মনে করলেও ৮০ বছর বয়সে এসেও তাঁর জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। আজও তিনি সকলের কাছে একইরকম ভাবে জনপ্রিয়। তাঁর ভক্তসংখ্যা আকাশছোঁয়া।

ওরা কেউ ফিরেও তাকায় না..., কঠিন সত্যি তুলে ধরে অকপট অমিতাভ

Follow Us

বলিউডের অ্যাংরি ইয়ং ম্যানেরও তবে মন খারাপ হয়, খারাপ লাগে? গলায় ঝরে পড়ে আক্ষেপ? সম্প্রতি ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চনের এক ভিডিয়ো। যে ভিডিয়োতে অকপট তিনি। রেস্তরাঁয় গেলে আর কেউ এখন ফিরেও তাকায় না তাঁর দিকে— তা নিয়ে বলতেও আর দ্বিধা বোধ করেন না। কোথায় যেন এই চরম সত্যিকেই আপন করে নিয়েছেন অমিতাভ। ঠিক কী বলেছেন তিনি? তাঁকে প্রশ্ন করা হয়েছিল নিজের ব্যর্থতাকে কীভাবে সামাল দেন তিনি? তাঁর কথায়, “আমি তো দিই না। এগিয়ে যাই। আশা রাখি, কোনও না কোনওদিন কেউ একজন আমার সঙ্গে ছবি বানাতে আসবে।”

তিনি যোগ করেন, “৭০-৮০র দশকে কোনও রেস্তরাঁয় গেলে মানুষজন তাকিয়ে থাকত, কিন্তু এখন আর কেউ ফিরেও তাকায় না। যদি সেই জায়গাতেই দুই সেকেন্ড পর আমির বা শাহরুখ বা সলমন হাজির হয় মানুষজন পাগল হয়ে যায়।” চিরদিন কাহারও সমান নাহি যায়– এই সত্যিটিকেই মেনে নিয়েছেন তিনি। মেনে নিয়েছেন সবটাই।

অমিতাভ এমনটা মনে করলেও ৮০ বছর বয়সে এসেও তাঁর জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। আজও তিনি সকলের কাছে একইরকম ভাবে জনপ্রিয়। তাঁর ভক্তসংখ্যা আকাশছোঁয়া।

 

Amitabh Bachchan on Stardom.
byu/Chai_Lijiye inBollyBlindsNGossip

Next Article