অমিতাভের ছবি দেখালেই রেস্তরাঁয় খাবার ফ্রি! নাতির কাণ্ড ফাঁস করলেন বিগবি নিজেই

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য়া নন্দা অর্থাৎ শ্বেতা বচ্চনের ছেলে লন্ডনেই তাঁর পড়াশুনো সেরেছেন। সম্প্রতি লন্ডনে পড়াশুনো সেরে, বলিউডেও পা দিয়েছেন।

অমিতাভের ছবি দেখালেই রেস্তরাঁয় খাবার ফ্রি! নাতির কাণ্ড ফাঁস করলেন বিগবি নিজেই

|

Aug 12, 2025 | 3:38 PM

দেখুন কাণ্ড! নাতি অগস্ত্যা নন্দা যে এমন কাণ্ড কোনওদিন ঘটাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি অমিতাভ বচ্চন। যখন জানতে পারলেন, তখন তা আটকানোর আর সময় নেই। তবে এই ঘটনার মধ্যে দিয়েই অমিতাভ বুঝতে পারলেন, তাঁর নাতি অগস্ত্যা মোটেই বোকা মানুষ নয়, বরং সে বেশ শেয়ানা!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য়া নন্দা অর্থাৎ শ্বেতা বচ্চনের ছেলে লন্ডনেই তাঁর পড়াশুনো সেরেছেন। সম্প্রতি লন্ডনে পড়াশুনো সেরে, বলিউডেও পা দিয়েছেন। অমিতাভ বচ্চন জানান, লন্ডনে পড়ার সময় একটা কাণ্ড ঘটিয়ে ছিলেন অগস্ত্যা। আর সেই কাণ্ডের কারণে রোজই এক রেস্তরাঁয় বিনামূল্যে খাবার খাওয়ার সুযোগ পেতেন তিনি।

তা ঠিক কী ঘটে?

লন্ডনের এক রেস্তয়াঁর মেনুতে অমিতাভ বচ্চনের নামে একটি পদ রাখা হয়। সেই রেস্তরাঁতেই গিয়েছিলেন অগস্ত্যা। মেনু কার্ডে দাদুর নামের পদ দেখে ম্যানেজারকে তিনি বলেন, অমিতাভের নামে খাবারের নাম কেন? ম্যানেজার স্পষ্ট জানান, তিনি বিগবির বড় ফ্যান। তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। ম্যানেজারের মুখে এমন কথা শুনে অগস্ত্যা জানান, অমিতাভ তাঁর দাদু হন। পকেট থেকে ফোন বার করে রেস্তরাঁর ম্যানেজারকেও জানান। সেটা দেখেই ম্যানেজার বলেন, আপনি অমিতাভের নাতি! এখানে এলে আপনার কোনও পয়সা লাগবে না! এরপর নাকি অগস্ত্যা যতবার গিয়েছেন সেই রেস্তরাঁয়, ততবারই বিনামূল্যে খাবার-দাবার সেরেছেন।