Amitabh Bachchan: দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, এবার থেকে বসে বসে! অমিতাভকে কেন এমন নির্দেশ দিলেন চিকিৎসক? নতুন কোনও রোগে আক্রান্ত বিগবি?

Amitabh Bachchan on his Health: একের পর এক সিনেমা, বিজ্ঞাপনে শুটিং করছেন। ফিল্মি পার্টিতেও দিচ্ছেন হাজিরা। কিন্তু হঠাৎই কী এমন ঘটল যে দীর্ঘ দিনের এক অভ্যাসকে বদলাতে নির্দেশ দিলেন চিকিৎসক? কেন হঠাৎ নিজের ব্লগে অমিতাভ লিখলেন, আগে যে কাজটি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম, তা বসে বসে করতে হবে!

Amitabh Bachchan: দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, এবার থেকে বসে বসে! অমিতাভকে কেন এমন নির্দেশ দিলেন চিকিৎসক? নতুন কোনও রোগে আক্রান্ত বিগবি?

|

Aug 20, 2025 | 5:27 PM

তিনি বলিউডের শহেনশাহ। ৮২ বছর বয়স হলেও, নিজেকে বুড়ো বলতে আপত্তি তাঁর। এমনকী,সিনেপর্দায় এসেও তিনি প্রমাণ করেন বুডঢা হোগা তেরা বাপ। একের পর এক সিনেমা, বিজ্ঞাপনে শুটিং করছেন। ফিল্মি পার্টিতেও দিচ্ছেন হাজিরা। কিন্তু হঠাৎই কী এমন ঘটল যে দীর্ঘ দিনের এক অভ্যাসকে বদলাতে নির্দেশ দিলেন চিকিৎসক? কেন হঠাৎ নিজের ব্লগে অমিতাভ লিখলেন, আগে যে কাজটি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম, তা বসে বসে করতে হবে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন। এক্স অ্য়াকাউন্ট থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রামে বিগ বির নিয়মিত উপস্থিতি। তার উপর ব্লগ তো রয়েইছে। জীবনের নানান মুহূর্ত সেই ব্লগেই তুলে ধরেন অমিতাভ। সেখানেই লিখলেন ডাক্তারের দেওয়া তাঁকে নতুন নির্দেশ।

অমিতাভ লিখলেন, যত বয়স হচ্ছে, হাঁটুতে জোর পাচ্ছি না। ক্রমশ জরা গ্রাস করছে আমাকে। এই কারণেই নানা অভ্যাস বদলাতে বাধ্য হচ্ছি। অদ্ভুত লাগলেও উপায় নেই। এই যেমন, এতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাউজার পরতাম, কিন্তু যাতে মাটিতে পড়ে না যাই, ডাক্তার বলেছেন বসে বসে ট্রাউজার পরতে। আসলে অনেক সময়ই টাল সামলাতে পারছি না। তাই এমন নির্দেশ।

অমিতাভের কথায় এতদিন মাটি থেকে কিছু তুলতে হলে, শুধুমাত্র ঝুঁকলেই হত, কিন্তু এখন তা করতে গেলে টেবিলে হাত দিয়ে তবেই কাজটি করতে হচ্ছে। স্লিপ ডিক্সের কারণেই যে এমনটা হচ্ছে, তা খুবই স্পষ্ট অমিতাভের কাছে। এই লেখার শেষে বিগ বি লিখলেন, এই অভিজ্ঞতা চিরন্তন। বয়স হলে সবাইকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। তাই এত ভেবে কাজ নেই!