‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ফের ফিরে আসছেন অমিতাভ বচ্চন
শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৩। ১০ মে থেকে শুরু হচ্ছে কেবিসির রেজিস্ট্রেশন।
অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই শো-এর জনপ্রিয়তা আরও তুঙ্গে উঠেছে, কারণ এই শো-টি সঞ্চালনা করেন স্বয়ং অমিতাভ বচ্চন। প্রথম যখন এই শো শুরু হয়েছিল শো চলাকালীন রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। এক একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই হাজার হাজার টাকা। সঙ্গে অমিতাভ বচ্চনের সঞ্চালনা। পলক ফেলত না সারা দেশ। দেখতে দেখতে সিজন ১৩ এসে গেল। এই শো-এর জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়ে যায়নি। অবশ্যই এর অন্যতম কারণ স্বয়ং অমিতাভ বচ্চন।
View this post on Instagram
শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৩। এই শো নিয়ে ফিরে আসছেন অমিতাভ বচ্চন। তাঁর ব্যারিটন স্বরে ফের মজবে গোটা দেশ। সোনি টিভি তাদের সোশ্যাল মিডিয়ায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োয় অমিতাভ বচ্চন জানিয়েছেন ১০ মে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এই ভিডিয়ো পোস্ট করে চ্যানেলের তরফ থেকে লেখা হয়েছে, “কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ফের ফিরে আসছেন অমিতাভ বচ্চন। ফোন তুলুন আর তৈরি হয়ে যান, কেননা ১০ মে থেকে শুরু হচ্ছে কেবিসির রেজিস্ট্রেশন।”
আরও পড়ুন:শিল্পাকে সরিয়ে জায়গা করে নিলেন মালাইকা! কিন্তু কোথায়?
কবে থেকে শুটিং শুরু হবে বা কবে টিভির পর্দায় দেখা যাবে তা নিয়ে এখনও কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। আগের বছর সিজন ১২-র শুট অতিমারির মধ্যেই হয়েছিল। সব রকম নিয়ম-বিধি মেনেই শুটিং হয়েছিল।যদিও শুটিং চলাকালীন অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বেশ কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে ফের তিনি শুট করেছিলেন। এবারে কীভাবে শুট হবে তা নিয়ে কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। বিগ বি এই মুহূর্তে পরিচালক বিকাশ বহেলের নতুন ছবি ‘গুড বাই’-তে এখন অভিনয় করছেন।