অসুস্থ ধর্মেন্দ্রর ভিডিয়ো ভাইরাল, চোখে পড়তেই রেগে আগুন অমিতাভ! ‘বীরু’কে নিয়ে কী বললেন ‘জয়’?

শোলে সিনেমার মতোই সিনেমার পর্দার বাইরেও, ধর্মেন্দ্র ও অমিতাভের জুটি কালজয়ী। তাঁদের বন্ধুত্বও ইয়ে দোস্তি গানের মতোই ম্যাজিক তৈরি করে। আর সেই বন্ধুত্বের টানেই বুধবার ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর নিজেই গাড়ি চালিয়ে বীরুকে দেখতে যান অমিতাভ।

অসুস্থ ধর্মেন্দ্রর ভিডিয়ো ভাইরাল, চোখে পড়তেই রেগে আগুন অমিতাভ! বীরুকে নিয়ে কী বললেন জয়?

|

Nov 14, 2025 | 1:30 PM

গত বুধবারই হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ধর্মেন্দ্র। দেওল পরিবার জানিয়েছে, ধীরে ধীরে ধর্মেন্দ্র সুস্থ হচ্ছেন। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, হাসপাতালের একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে, অসুস্থ ধর্মেন্দ্রকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর প্রথম স্ত্রী প্রকাশ। আর তাঁকে সামলাচ্ছেন সানি দেওল। এই ভিডিয়ো দেখেই রীতিমতো রেগে গিয়েছেন অমিতাভ বচ্চন। গোটা ঘটনার নিন্দা করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি। স্পষ্ট লিখলেন, এটা অনৈতিক।

শোলে সিনেমার মতোই সিনেমার পর্দার বাইরেও, ধর্মেন্দ্র ও অমিতাভের জুটি কালজয়ী। তাঁদের বন্ধুত্বও ইয়ে দোস্তি গানের মতোই ম্যাজিক তৈরি করে। আর সেই বন্ধুত্বের টানেই বুধবার ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর নিজেই গাড়ি চালিয়ে বীরুকে দেখতে যান অমিতাভ। আর তারপরেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। তবে অসুস্থ ধর্মেন্দ্রর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নিজেকে আর আটকাতে পারলেন না অমিতাভ।

অমিতাভ লিখলেন, ”কোনওরকম নীতিবোধ নেই। এদে মধ্যে আচার, ব্যবহার, মূল্যবোধ নেই। শুধুই নিজেদের লাভ খুঁজে যাওয়া…”

ছবি শিকারিদের উপর বরাবরই ক্ষোভ উগরে দেন অমিতাভ পত্নী জয়া বচ্চন। পাপারাজ্জিরা ক্য়ামেরা নিয়ে তাঁদের দিকে এগিয়ে এলে চিলচিৎকার শুরু করেন। তবে এবার জয়া নন, বরং ছবি শিকারিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। শোনা গিয়েছে, হাসপাতালে যিনি এই ভিডিয়োটি রেকর্ড করেছেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলছে তদন্ত।