Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: অভিনয় ছাড়ছেন অমিতাভ! বিগ বির পোস্ট ঘিরে শোরগোল

সোশাল মিডিয়ার হাত ধরেই বিগ বি এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক দর্শক! অনুরাগীরা তো অমিতাভের এই পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।

Amitabh Bachchan: অভিনয় ছাড়ছেন অমিতাভ! বিগ বির পোস্ট ঘিরে শোরগোল
Follow Us:
| Updated on: Feb 08, 2025 | 12:57 PM

সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ বলিউডের ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চন। দেশ-বিদেশে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তই তুলে নেটদুনিয়ায়। এমনকী, নিয়মিত ব্লগও লেখেন। এবার সেই সোশাল মিডিয়ার হাত ধরেই বিগ বি এমন এক পোস্ট করলেন, যা দেখে হতবাক দর্শক! অনুরাগীরা তো অমিতাভের এই পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।

কী লিখেছেন অমিতাভ?

সময়টা শুক্রবার রাত ৮টা ৩৪। হঠাৎই এক্স প্রোফাইলে বিগ বি লিখলেন, ‘টাইম টু গো…’অর্থাৎ চলে যাওয়ার সময় এসেছে। এই পোস্ট দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন। কোথায় চলে যাওয়ার কথা লিখেছেন শহেনশাহ? সব ঠিক আছে তো?

অমিতাভ অবশ্য তাঁর এই পোস্টে রহস্যই রেখেছেন। তিনি ঠিক কী ছেড়ে চলে যেতে চাইছেন, তা স্পষ্ট করেননি। বলিপাড়ার গুঞ্জন বলছে, অমিতাভ অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন। এমনকী, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি অবসর ঘোষণা করতে পারেন বলিউডের অ্যাংরি ইয়ংম্যান।

এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি সঞ্চালনা করছেন অমিতাভ। ব্যারিটন আওয়াজে বরাবরের মতোই মুগ্ধ করছেন অনুরাগীদের। ৮২ বছর বয়সে এসে এখনও চ্যালেঞ্জ ছুঁড়ছেন নতুন প্রজন্মকে। সেই অমিতাভই হয়তো এবার অবসরের পথে। তবে গুঞ্জন রটলেও, এই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবার।