অমিতাভের আসল পদবী ‘বচ্চন’ নয়; তা হলে কি কবি হরিবংশ তাঁর আসল বাবা নন?

Sneha Sengupta |

Feb 09, 2024 | 5:13 PM

Amitabh Bachchan: বচ্চন পরিবারে রয়েছে অনেক রহস্য। যেমন তাঁদের পদবী 'বচ্চন'-এও লুকিয়ে ইতিহাস। এটি কোনও পদবীই নয় নাকি। কী তবে? বচ্চন কোথা থেকে এলো। অমিতাভ নিজেই খোলসা করেছেন পুরোটা।

অমিতাভের আসল পদবী বচ্চন নয়; তা হলে কি কবি হরিবংশ তাঁর আসল বাবা নন?
অমিতাভ বচ্চন।

Follow Us

অমিতাভ বচ্চনের আসল নাম অমিতাভ বচ্চন নয়। ‘বচ্চন’ তাঁর পদবী নয়। অমিতাভ বচ্চনের আসল নাম কি জানেন? অনেকেই হয়তো জানেন না, অমিতাভ বচ্চনের আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। তাঁর বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। তাঁর মা তেজী শ্রীবাস্তব। তা হলে বচ্চন পদবী এল কোথা থেকে?

অতীতের এক সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চন নন। তাঁর আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে। কবি হরিবংশ রাইকে এই পদবী কি কেউ প্রদান করেছিলেন? একেবারেই না। অমিতাভ বলেছিলেন, “আমার বাবা এক কবি, এক নামকরা লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। এবং শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সকলেই বচ্চন পদবীই ব্যবহার করেন।

বচ্চন পদবী একমাত্র রয়েছে বচ্চন পরিবারের কাছেই। কেন না, সেটি কোনও বচ্চন পদবী নয়। এর কারণ, বচ্চন কোনও পদবী নয়, সেটি একটি ছদ্মনাম। এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বচ্চনের ছদ্মনাম। ছেলের দেখাদেখি বচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে বচ্চন হয়েছিলেন। হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বচ্চন।

Next Article