Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জয়াজি’র থেকে শিখুন! টুইটে অমিতাভকে বিঁধলেন ফ্যান

বচ্চনের টুইটের পর থেকে বহু ফ্যানেরা দেশজুড়ে চলা কৃষক আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। অনেকে এও বলেন অমিতাভ বচ্চনকে এ বিষয়ে পরিস্কারভাবে মুখ খোলা উচিৎ।

‘জয়াজি’র থেকে শিখুন! টুইটে অমিতাভকে বিঁধলেন ফ্যান
অমিতাভ ও টুইট।
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 3:32 PM

গতকাল, ২ ফেব্রুয়ারি অমিতাভ বচ্চন নিজের টুইটার হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেন এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়া বেশ উত্তেজিত। কী এমন লিখলেন অমিতাভ? হিন্দি ভাষায় বিগ বি লেখেন, ‘মিথ্যেবাদীদের উঁচু গলা, সত্যবাদীদের নিশ্চুপ করে দেয়। কিন্তু সত্যবাদীদের নিস্তব্ধতা, মিথ্যেবাদী মানুষের ভিত নাড়িয়ে দেয়।’ মার্কিন গায়িকা রিহানার কৃষক আন্দোলন নিয়ে করা টুইটের কয়েক ঘণ্টা পরে এই টুইটটি করেন বিগ বি।

রিহানা কৃষক আন্দোলনের সংবাদের একটি লিঙ্ক শেয়ার করে টুইটে প্রশ্ন তোলেন, “কেউ এই বিষয়ে কথা বলছে না কেন? সে-ই খবরের শিরোনাম ছিল ‘ কৃষক আন্দোলনের দেরে দিল্লির আসপাশের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

বচ্চনের টুইটের পর থেকে বহু ফ্যানেরা দেশজুড়ে চলা কৃষক আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। অনেকে এও বলেন অমিতাভ বচ্চনকে এ বিষয়ে পরিস্কারভাবে মুখ খোলা উচিৎ।

একজন লেখেন, ‘২০১৪ সালের আগে আপনি পেট্রোলে দাম বৃদ্ধি নিয়ে এনেক কথা বলেছেন…আর এখন এত কিছু হচ্ছে আপনি চুপ থাকছেন। অন্তত জয়াজিকে (জয়া বচ্চন) দেখে কিছু শিখুন।’

টুইটস।

আবার একাংশ এও মনে করেছেন কৃষকদের পক্ষ নিয়েই এই টুইট করেছেন অমিতাভ। ‘তার জন্যই কৃষকরা ভিত নাড়িয়ে দিচ্ছে ভণ্ড মানুষের। দেশের চাষীরা শুধু দেশের ভিত নাড়াবে না, এই ভণ্ডদেরও ছুঁড়ে ফেলে দেবে যারা এ দেশ চালাচ্ছে।’ লেখেন আরেক টুইটার ফ্যান।

আবার অনেকে এও মনে করেছেন, যে দেশবাসীর পক্ষেই এই টুইট করেছেন অমিতাভ। তবে টুইটের প্রকৃত অর্থ এখনও পরিস্কারভাবে কেউই ধরতে পারেননি বিগ বির ফ্যানকূল।