বিরাট বিয়ে সেরেই মধুচন্দ্রিমায় বিপুল খরচ অনন্ত-রাধিকার, গেলেন কোথায়?

Sneha Sengupta |

Aug 07, 2024 | 12:08 PM

Ananta Ambani-Radhika Merchant: ১ অগস্ট থেকে কোস্টা রিকায় রয়েছেন অনন্ত-রাধিকা। বিয়ের মতো হানিমুনেও বিরাট খরচ করেছেন তাঁরা। কোস্টা রিকার গুয়ানাকাস্তেতে রয়েছেন তাঁরা। সেখানকার কাসা লাস ওলাস ফোর সিজ়নস রিসোর্টে রয়েছেন তাঁরা।

বিরাট বিয়ে সেরেই মধুচন্দ্রিমায় বিপুল খরচ অনন্ত-রাধিকার, গেলেন কোথায়?
অনন্ত-রাধিকা।

Follow Us

জুলাই মাসের ১২ তারিখ বিয়ে করেছেন অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্ট। গোটা বিশ্ব দেখেছে তাঁদের বিয়ে। প্রাকবিবাহ ও বিবাহ অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় করেছেন মুকেশ আম্বানী। কোটি-কোটি টাকা খরচ হয়েছে। এমন বিয়ে ভুলতে পারবে না দুনিয়াবাসী। বিয়ের অনুষ্ঠান শেষে মধুচন্দ্রিমা সারতে বেরিয়ে পড়েছিলেন অনন্ত-রাধিকা। প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন তাঁরা। নেটিজ়েনদের ধারণা ছিল, সেখানেই হানিমুন সেরেছেন অনন্ত-রাধিকা। কিন্তু না, প্যারিস ভ্রমণের পর কোস্টা রিকায় উড়ে গিয়েছেন নবদম্পতি।

DNA-র রিপোর্ট অনুযায়ী, ১ অগস্ট থেকে কোস্টা রিকায় রয়েছেন অনন্ত-রাধিকা। বিয়ের মতো হানিমুনেও বিরাট খরচ করেছেন তাঁরা। কোস্টা রিকার গুয়ানাকাস্তেতে রয়েছেন তাঁরা। সেখানকার কাসা লাস ওলাস ফোর সিজ়নস রিসোর্টে রয়েছেন তাঁরা। প্রত্যেক রাতে সেই রিসোর্টের খরচ ৩০ হাজার পাউন্ড। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় তা প্রায় ২৫ লাখ টাকার সমান। কাসা লাস ওলাস ফোর সিজ়নস রিসোর্টটি একটি পাঁচতারা হোটেল। ১.৫ একর জমির উপর অবস্থিত। প্যাসিফিক মহাসাগরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় রিসোর্টের ঘর থেকে।

Next Article