সম্প্রতি মুক্তি পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর ট্রেলার। এই ছবির পরিচালক অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সোমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে স্বাভাবিকভাবে এসেছেন তাঁর নায়িকারা। এই নায়িকাদের মধ্যে অপর্ণা সেনের ভূমিকায় অভিনয় করছেন অনিন্দিতা বোস। স্বাভাবিকভাবে খুশি অনিন্দিতা। তিনি বলেন, “রিনাদিকে দেখে ছোট থেকে বড় হয়েছি। ওঁর মত সুন্দরী, ব্যক্তিত্ব আমাকে বরাবরাই টানে। পরমদা যখন এই অফারটা আমায় দেয়, আমার সত্যি খুব আনন্দ হয়েছিল। সঙ্গে টেনশনও ছিল। সিনেমায় একটা সিন আছে, যেখানে হুবহু আমায় রিনাদিকে নকল করতে হয়েছে। ওই সিন করাটা খুব শক্ত ছিল আমার কাছে। কতটা পারলাম এবার দর্শক বলবে।”
ছবিতে অপর্ণা সেনের সঙ্গে সঙ্গে বাকি নায়িকারাও এসেছেন। সুচিত্রা সেন,মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর সকলকেই দেখা যাবে। পাওলি দাম হয়েছেন সুচিত্রা সেন। শর্মিলা ঠাকুরের ভূমিকায় ত্রিধা চৌধুরী এবং মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে সোহিনী সরকারকে দেখা যাবে। ওহাদিয়া রেহমানের ভূমিকায় অভিনয় করছেন তুহিনা দাস এবং দীপা চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
যুবক সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে উত্তম কুমার থাকবেন না তা কি হয়? এই উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরমব্রত নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন:মদন মিত্রর সঙ্গে দোল খেলা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি প্রার্থী পায়েল সরকার
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ‘অভিযান’-এর শুটিংয়ের পরই সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেশ কয়েকদিন জীবন-মরণ লড়াই চালিয়ে চির বিদায় নেন সত্যজিৎ রায়ের ‘অপু’। ‘অভিযান’ খুব শীঘ্রই মপক্তি পাবে সিনেমা হলে।