‘Power পেয়ে বাড় বেড়ে গিয়েছে’, হিরণের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী অনিন্দিতা

প্রতি সেকেন্ডেই তাঁর মনে হচ্ছে, কতটা খারাপ মানুষের সঙ্গে ২৫ বছরের বৈবাহিক জীবন কাটাচ্ছিলেন তিনি। এমনকী, একথা স্পষ্ট টিভি নাইন বাংলাকেও জানিয়েছেন অনিন্দিতা। কিন্তু প্রশ্ন উঠছে, হৃতিকার সঙ্গে হিরণের সম্পর্ক আগে থেকে টের পাননি তিনি? টের পেয়েও চুপ কেন ছিলেন?

Power পেয়ে বাড় বেড়ে গিয়েছে, হিরণের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী অনিন্দিতা

|

Jan 21, 2026 | 2:20 PM

স্বামী হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি দেখে এখনও মানসিক আঘাত থেকে বের হতে পারেননি স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। প্রতি সেকেন্ডেই তাঁর মনে হচ্ছে, কতটা খারাপ মানুষের সঙ্গে ২৫ বছরের বৈবাহিক জীবন কাটাচ্ছিলেন তিনি। এমনকী, একথা স্পষ্ট টিভি নাইন বাংলাকেও জানিয়েছেন অনিন্দিতা। কিন্তু প্রশ্ন উঠছে, হৃতিকার সঙ্গে হিরণের সম্পর্ক আগে থেকে টের পাননি তিনি? টের পেয়েও চুপ কেন ছিলেন?

মঙ্গলবার দুপুরের পর থেকেই সোশাল মিডিয়া তোলপাড়। ঝাঁকে ঝাঁকে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি ছড়িয়ে পড়ল ফেসবুক, ইনস্টাগ্রামে। বেনারসের ঘাটে একেবারে সিনেম্যাটিক কায়দায় ২১ বছরের মডেল-অভিনেত্রী হৃতিকা গিরির সঙ্গে বিয়ে সেরেছেন বিজেপির হিরণ। অন্তত, ভাইরাল ছবি তেমন কথাই বলছেন। এই বিয়ে নিয়ে এখনও হিরণ চুপ। তবে মুখ খুলেছেন তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। যাঁর সঙ্গে দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক জীবন তাঁর। অনিন্দিতা স্পষ্ট জানিয়েছেন, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবি দেখেই স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পান তিনি। তবে হৃতিকার সঙ্গে হিরণের সম্পর্কের আঁচ পেয়েছিলেন বহু আগে। অনিন্দিতার কথায়, তখন তিনি জানতেন, হৃতিকা আসলে হিরণের পার্সোনাল অ্যাসিট্যান্ট।

এই সম্পর্কের কথা জেনেও কেন চুপ ছিলেন অনিন্দিতা?

নাহ, চুপ থাকেন তিনি। বরং প্রতিবাদ করেছিলেন। হিরণকে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপও করবেন। তাঁর উত্তরে হিরণ যা বলেছিলেন, তা শুনে হতবাক হয়েছিলেন অনিন্দিতা। সংবাদ মাধ্যমকে অনিন্দিতা জানান, ”আমি কিছু বললেই হিরণ বলত, তুমি কী আর করবে, ওরকম সবাই করে। তুমি কাকে এই নিয়ে বলতে যাবে, সবারই তো চরিত্র খারাপ! আমার মনে হয়, ক্ষমতা পেয়ে গেলে মানুষ বার বেড়ে যায়, তেমনটাই ঘটেছে।”