‘ইচ্ছেপূরণ’, সাধ খেলেন ‘নাগিন’ অনিতা হাসনন্দানি
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এর পরেই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এর পরেই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই সাধ খেলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা অনিতা হাসনন্দানি। খাওয়ালের তাঁর প্রিয় বন্ধু একতা কপূর সহ ইন্ডাস্ট্রির বন্ধুরা।
একতা ছাড়াও অনিতার ‘ইচ্ছেপূরণ’-এর অনুষ্ঠানে হাজির ছিলেন অঙ্কিতা ভারগব, করণ পটেল, রিদ্ধিমা পন্ডিত, করিশ্মা তন্না সহ ইন্ডাস্ট্রির চেনা মুখেরা। পুরো আয়োজনই করেছেন একতা নিজে হাতেই। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন একতা। সেখানেই দেখা যাচ্ছে প্রিয় বন্ধুর বিশেষ দিনে উদযাপনে মেতেছেন তিনি। খোলা হচ্ছে শ্যাম্পেন। হাজির অনিতার স্বামী রোহিত রেড্ডিও।
View this post on Instagram
অনিতা পরেছিলেন ওয়ান শোল্ডার হলুদরঙা গাউন। রোহিত পরেছেন ক্যাজুয়াল নীন ডেনিম আর ফুলস্লিভ শার্ট। আদরে ভরিয়ে দিচ্ছেন স্ত্রীকে। তাঁদের সেই টুকরো মুহূর্ত এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। অনিতা এবং রোহিত প্রথম বার বাবা-মা হতে চলেছেন। দীর্ঘ প্রেমের পর ২০১৩ তে বিয়ে করেন তাঁরা। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথমটায় খবর ফাঁস করেননি ওই সেলেব জুটি।
‘নাগিন’ ধারাবাহিকে অনিতা চেনা মুখ। প্রেগন্যান্ট অবস্থাতেও বেবিবাম্প লুকিয়ে কাজ করে গিয়েছেন তিনি। আপাতত শুটিং বন্ধ। অনিতার জীবনে এখন শুধুই বাহারি রঙের খেলা। সুখবর শুনতে মুখিয়ে আছেন অনুরাগীরাও।
View this post on Instagram