
‘দেরি হয়ে গেছে’ ছবি মুক্তি আসন্ন। এই ছবির প্রধান চরিত্র অভিনেতা অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। এই ছবির প্রচারে গোয়া থেকে কলকাতা এসে পৌঁছন অভিনেতা। এই ছবির গল্প বলতে বলতেই অঞ্জন দত্তের বর্তমান লুক নিয়ে টিভিনাইন বাংলাকে জানালেন, তিনি নাট্যকার বদল সরকারকে নিয়ে এবার কাজ করবেন। তাঁর প্রস্তুতি হিসেবেই এই লুক। আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমার শুট। ছবির নাম দিয়েছেন, ‘সারা দিন সারা রাত্তির।’
কথা প্রসঙ্গেই অঞ্জন দত্ত বললেন, ” নাট্যকার বদল সরকারের জন্মশতবর্ষ এই বছর। আর আমার প্রথম গুরু হলেন বাদল সরকার। মৃণাল সেনের থেকেও আগে বাদল সরকারের সঙ্গে আমার আলাপ । আসলে আমি অভিনয় শিখতে চাইছিলাম। বাবা তো কিছুতেই আমাকে এফটিআই তে পাঠাবে না। বলেই দিলেন, চাইলে ওকালতি পড়তে পারো। তবে অভিনয় নিয়ে কোনও আগ্রহ নেই। তখন আমি খোঁজ পেয়েছিলাম এই বদল সরকার অভিনয়ের ক্লাস নেয়। বন্ধুর থেকে খবর পেয়ে পৌঁছে যাই, বলি আমি অভিনয় শিখব। আমি তখন বদল সরকার সম্পর্কে কিছুই জানতাম না। উনি অবশ্য আমাকে দেখে ভেবেছিলেন পাকা একটি ছেলে, আমাকে বলেছিলেন, সারা দিনে শহর ঘুরে আমাকে খুঁজে পেলে উনি আমাকে অভিনয় শেখাবেন। আমি কিছুই জানি না, সারা শহর ঘুরতে লাগলাম, অবশেষে ওকে ভাগ্যের জোড়ে খুঁজে পেলাম, ওকে খুঁজতে গিয়ে সারা কলকাতা ঘুরে ফেলেছি, শহরটা যে কত ইন্টারেস্টিং বুঝতে পেরেছি। আমার যখন উনিশ বছর বয়স তখন বাদলদা ছিলেন আমার প্রথম অভিনয়ের গুরু। তাই আমার মনে হয়েছে ওকে নিয়ে কাজ করতেই হবে, এটাই আমার শ্রদ্ধাঞ্জলি হবে। ছবিতে আমি বাদল সরকারের চরিত্রে অভিনয় করছি, তাই চুল দাড়ি কাটছি না। তবে বাদল সরকারের অল্প বয়সের চরিত্রে রয়েছে শ্রীকান্ত আচার্য্য র পুত্র পূরবশীল আচার্য্য। ”
বাদল সরকার সম্পর্কে অনেক অজানা বিষয় উঠে আসবে এই ছবিতে। অভিনেতা পরিচালক অঞ্জন দত্তের চোখে বড় পর্দায় দেখা যাবে বাদল সরকারের জীবন।