
আগামী ১লা মে আসতে চলেছে অভিনেত্রী অঞ্জনা বসু অভিনীত ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’। ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন অঞ্জনা বসু। ছবি প্রচারের সময় অঞ্জনা বসু tv9 বাংলাকে জানিয়েছিলেন , তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান ‘ শেষ হয়েছে। (এই ধারাবাহিকে খল চরিত্রে অঞ্জনা বসুকে দেখা গিয়েছিল।) কিছুদিন তিনি বিশ্রাম নিয়ে নতুন কাজ শুরু করবেন।ইতিমধ্যেই টলি পাড়ার খবর, নতুন ধারাবাহিকে আবার অঞ্জনা বসুকে দেখা যাবে ছোট পর্দায় । অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে, তিনি বলেন, এখনই সবটা বলা যাবেনা। তবে তাঁকে মায়ের চরিত্রেই দেখা যাবে আবার। জি বাংলায় আসছে এই ধারাবাহিক।
তবে টলিউডের অন্দরের খবর অনুযায়ী দুই ভাইয়ের সঙ্গে মায়ের সমীকরণ উঠে আসবে নতুন এই ধারাবাহিকে। এরই পাশে থাকবে একটি ত্রিকোন প্রেমের গল্প। অঞ্জনা বসু কি আবার খল চরিত্রে থাকবেন? এই বিষয়েও মুখ খুলতে চাননি অভিনেত্রী। যদিও সূত্রের খবর বলছে অঞ্জনা বসুর দুই ছেলের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার দুই পরিচিত মুখ আর্য দাশগুপ্ত ও সায়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে লুক টেস্ট হয়ে গিয়েছে। শ্যুট শুরু হতে চলেছে শীঘ্রই। দর্শকদের আর বিশেষ অপেক্ষায় থাকতে হবেনা, প্রিয় অভিনেতাদের টিভির পর্দায় দেখা যাবে ।