নিজের সাক্ষাৎকার নিজেই নিয়েছিলেন কেন অঞ্জনা বসু?

বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে  বহু বছর কাজ করছেন অঞ্জনা বসু। নেগেটিভ, পজেটিভ নানা ধরণের চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করতে পেরেছেন তিনি।

নিজের সাক্ষাৎকার নিজেই  নিয়েছিলেন কেন অঞ্জনা বসু?

|

Apr 30, 2025 | 3:55 PM

অভিনেত্রী অঞ্জনা বসু বাংলা ধারাবাহিকের নিয়মিত মুখ। এক ধারাবাহিক শেষ হতে না হতেই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। তবে মূলত অঞ্জনা বসুকে মা , শাশুড়ির চরিত্রেই দেখা যায়। তবে সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী ‘। এই ছবিতে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁকে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে বেজায় খুশি অভিনেত্রী অঞ্জনা। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে  বহু বছর কাজ করছেন তিনি। নেগেটিভ, পজেটিভ নানা ধরণের চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করতে পেরেছেন। TV 9 বাংলার সঙ্গে আড্ডা দিতে গিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করলেন অঞ্জনা বসু।

অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ছোট থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন? উত্তরে অঞ্জনা মুচকি হেসে বলেন, ” একটা মজার গল্প বলি , এর আগে এই কথা কাউকেই বলিনি, আমি ছোট থেকেই ভাবতাম অভিনেত্রী হব। আর অভিনেত্রীদের মত সাক্ষাৎকার দেবো আমি তখন স্কুলের ছাত্রী। অনেক সময় বিভিন্ন পত্র পত্রিকায় পড়তাম নায়িকাদের সাক্ষাৎকার। বড় হয়ে নায়িকা হয়ে আমাকেও সাক্ষাৎকার দিতে হবে তাই নিজেকে তৈরি করার জন্য , আমি নিজেই প্রশ্ন তৈরি করে উত্তর লিখেছিলাম । সেই সাক্ষাৎকার এতটাই বড় হয়েছিল যে ডাইরির পাতার পর পাতা ভরে গিয়েছিল।  সাক্ষাৎকার নিলেই তো হলনা, পড়াতেও হবে, প্রায় জোর করে আমার এক দাদাকে বললাম, আমার সাক্ষাৎকার লিখেছি, পড়ে দেখো। সে কিছুই বুঝতে পারেনি এটি আমি কী করেছি, পাত্তাই দেয়নি। তবে এইসব আমায় দমাতে পারেনি, আমি যত্ন করে সেটা রেখে দিয়েছিলাম। এখন যখনই সাক্ষাৎকার দিতে বসি। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়।”