অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের সম্পর্কের শেষ পেরেকটা যেন পুঁতেই দিলেন ভিকির মা। প্রকাশ্যেই অঙ্কিতাকে নিয়ে এমন কিছু কথা বলে ফেললেন তিনি, যা কিছুতেই কল্পনা করতে পারবেব না আমি। জানিয়ে দিলেন, ছেলে অঙ্কিতাকে বিয়ে করতে চাইলেও তাঁর মত ছিল না। শুধু কি তাই, বিগবসে বারেবারে বৌমা প্রাক্তন প্রেমিকের নাম নিচ্ছে, তা দেখেও চুপ করে থাকলেন না তিনি। তাঁর বিস্ফোরক মন্তব্য, “ও আসলে সমবেদনা আদায়ের চেষ্টা করে যাচ্ছে। সুশান্তের নাম এখন নেওয়ার কী মানে? ও তো আর নেই। যখন বেঁচে ছিল তখন ভালবাসা পেয়েছে।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমরা তো ভিকির সঙ্গে ওর বিয়ে মেনে নিইনি। এখন তো আর কিছুই করার নেই। ও ফিরে এসে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।”
ভিকি ও অঙ্কিতার সম্পর্ক এখন তলানিতে। অথচ বেশিদিনের তো বিয়ে নয় তাঁদের। ২০২১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। বিগবসে গিয়েই যেন বদলে গেছে সমস্ত কিছু। কখনও অঙ্কিতাকে ভিকির ‘তুই তোকাঁড়ি’ আবার কখনও অঙ্কিতা ভিকিকে চপ্পল ছুড়ে মারছে– সব মিলিয়ে বিষিয়ে উঠছে পরিস্থিতি। এমতাবস্থায় ভিকির মায়ের বলা কথা যেন আগুনে ঘি! রেগে গিয়েছেন অঙ্কিতা ভক্তরা। একবাক্যে তাঁরা বলছেন, “স্বামী-স্ত্রীর সমস্যা তাঁদের মেটাতে দিন প্লিজ। আপনি কেন এই সবের মাঝে ঢুকছেন?” ওদিকে ভিকির মাও নাছোড়বান্দা। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন বিগবসে। সেখানেও ভিকির দিকে চটি ছুড়ে মারার জন্য অঙ্কিতার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলেছেন তিনি।