‘ম্যাজিক’ মুক্তির আগে অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য!

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 12, 2021 | 2:03 PM

কাজ রয়েছে, রয়েছে পোষ্য প্রেমও। তার মধ্যেই ধীরে ধীরে বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে নির্দিষ্ট কোনও দিন এখনও পর্যন্ত ঘোষণা করেননি এই জুটি।

‘ম্যাজিক’ মুক্তির আগে অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য!
একান্তে জুটি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

১০ বছরের সম্পর্ক তাঁদের। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ১০ বছর আগের এমনই এক ১২ ফেব্রুয়ারি প্রেমে পড়েছিলেন। তাই এই দিনটা তাঁদের কাছে বরাবরই স্পেশ্যাল। আজ মুক্তি পেতে চলেছে তাঁদের প্রথম ছবি ‘ম্যাজিক’। তার ঠিক আগের দিন পরিবারের নতুন সদস্যকে অভ্যর্থনা জানালেন এই জুটি

অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের নতুন সদস্যের নাম ‘আলু’। ভালবেসে তাঁকে এই নামেই ডাকেন তাঁরা। ঐন্দ্রিলা আলুকে কোলে নিয়ে রয়েছেন, আদর করছেন, এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ। আলু অর্থাৎ পোষ্য কুকুর। এই জুটির পোষ্য প্রেম টলি মহলে সকলেই জানেন। আলু ছাড়াও আরও পোষ্য রয়েছে বাড়িতে। সেই তালিকায় এবার যোগ হল আলুও। অঙ্কুশ লিখেছেন, ‘ম্যাজিক মুক্তির ঠিক একদিন আগে আমাদের জন্য আরও একটি ম্যাজিক্যাল মুহূর্ত। পরিবারে আলুকে স্বাগত জানাচ্ছি।’

রাজা চন্দের পরিচালনায় ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার বড়পর্দায় জুটি হিসেবে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। অফস্ক্রিন জুটিকে অনস্ক্রিনে কেমন দেখাবে, তা নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে। দুই অভিনেতাই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা পড়েই একবাক্যে ছবি করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন তাঁরা। সুদীপ্তা চক্রবর্তীর কাছে রীতিমতো এই ছবির জন্য ওয়ার্কশপ করেছেন তাঁরা। কেমন পারফর্ম করলেন, সেই রায় পাওয়ার জন্য আজ থেকে ছবিটি দর্শকের দরবারে।

আরও পড়ুন, ভালবাসার মানুষের সঙ্গে থাকলে প্রতিদিনই ভ্যালেন্টাইস ডে: রাফিয়াত রশিদ মিথিলা

কাজ রয়েছে, রয়েছে পোষ্য প্রেমও। তার মধ্যেই ধীরে ধীরে বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে নির্দিষ্ট কোনও দিন এখনও পর্যন্ত ঘোষণা করেননি এই জুটি।

Next Article