AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিউড তারকাদের মুখোশ টেনে খুললেন অঙ্কুশ! সৎ সাহসের তুমুল প্রশংসা

Ankush Hazra: বড় পর্দায় অভিনয় করেন দাপিয়ে। তবে বাস্তবে যে তিনি এরটা 'র' অর্থাৎ খাঁটি সেই টের এ যাবৎ পাননি নেটিজেনরা। তবে প্রমাণ পেতেই উচ্ছ্বসিত তাঁরা। এক বাক্যে বলছেন, 'সাহসিকতার প্রশংসা করতেই হয়'। কী ঘটেছে? দুবাইয়ে অ্যাড শুটের জন্য এ দিন বিমানবন্দরে হাজির হন অঙ্কুশ হাজরা।

টলিউড তারকাদের মুখোশ টেনে খুললেন অঙ্কুশ! সৎ সাহসের তুমুল প্রশংসা
| Updated on: Sep 28, 2024 | 10:22 PM
Share

বড় পর্দায় অভিনয় করেন দাপিয়ে। তবে বাস্তবে যে তিনি এরটা ‘র’ অর্থাৎ খাঁটি সেই টের এ যাবৎ পাননি নেটিজেনরা। তবে প্রমাণ পেতেই উচ্ছ্বসিত তাঁরা। এক বাক্যে বলছেন, ‘সাহসিকতার প্রশংসা করতেই হয়’। কী ঘটেছে? দুবাইয়ে অ্যাড শুটের জন্য এ দিন বিমানবন্দরে হাজির হন অঙ্কুশ হাজরা। হাজির হয় ‘টলিউড অনলাইন’ নামক এক পাপারাৎজি সংস্থাও। না, অবাক হওয়ার ভান অঙ্কুশ করেননি, বরং হেসে তাদেরকেই পাল্টা বলেন, “দ্যাখ তোরা আসবি আমি জানি, কিন্তু আমি বুঝতে দেব না তোরা আসবি আমি জানতাম। জানি আমার পিআর টিম তোদের ফোন করেছিল। কিন্তু দ্যাখ এবার নাটক।” এর পরেই ফের একবার গাড়ি থেকে নামেন তিনি। অতি নাটকীয় ভঙ্গিমায় বলতে শুরু করেন, “তোরা কী করে জানতে পারছিস যে আমি যাচ্ছি, উফফ আমি এত ফেমাস না।”

না উক্ত সংলাপটি অঙ্কুশের না। বরং বহু অভিনেতা-অভিনেত্রীকে পাপারাৎজির সামনে এভাবেই প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে অতীতে। তার মধ্যে বাংলার প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন। তাঁদের প্রত্যেকের পিআর টিম থেকেই যে পাপারাৎজি অ্যাকাউন্টগুলির কাছে তারকাদের নিত্যদিনের রুটিন পৌঁছে যায়, সে সত্যি এতদিন গুঞ্জন হয়ে থাকলেও এবার তা সরাসরি প্রকাশ্যে আনলেন অঙ্কুশ।

এই সত্যি উদঘাটন করায় অঙ্কুশের তারিফ করেছেন নেটিজেনরা। এক বাক্যে তাঁরা বলছেন, “সাহস আছে বলতেই হবে। এত সৎ। ধন্যবাদ অঙ্কুশদা, সত্যি-মিথ্যের ফারাক এভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।”

সেই ভিডিয়ো…