একটা দুর্ঘটনা আর হঠাৎ করেই রাতারাতি জীবন বদলে গিয়েছিল ‘আশিকি গার্ল’ অনু আগরওয়ালের। চলে গিয়েছিলেন কোমাতে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরের জীবন ছিল আরও দুঃসহ। ‘টাইমস অব ইণ্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা, বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন অনু।
‘আশিকি’ মুক্তির পর এক রাতেই তারকা হয়ে গিয়েছিলেন অনু। জিমে যাচ্ছেন ফ্যানেরা ঘিরে ধরছে। সাঁতারে যাচ্ছেন সেখানেও ছবিশিকারীদের ভিড়। অনুর কথায়, “চেয়েছিলাম সমাজকর্মী হতে। তাই বুঝেই উঠতে পারতাম না এই স্টারডম কী করে হ্যান্ডেল করব।” খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে আসে বিড়ম্বনা। তাঁর সম্পর্কে পেজ থ্রি-র পাতায় ছাপা হতে থাকে গসিপ। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তাই আত্মপক্ষ সমর্থনের জায়গাও ছিল না অনুর।
সব ভালই চলছিল। কিন্তু হঠাৎই ছন্দপতন। সাল ১৯৯৯। ভয়াবহ দুর্ঘটনায় কোমায় চলে গেলেন তিনি। অনু জানাচ্ছেন, সেরে তিনি উঠলেন ঠিকই কিন্তু লিপস্টিক কী করে লাগাতে হয় তাই ভুলে গিয়েছিলেন তিনি। হঠাৎই ভাইরাল হতে থাকে তাঁর ‘নো মেক আপ লুক’-এর ছবি। অনু বলছেন, “আমি ঠিক হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তখনই দেখলাম সারা জায়গায় আমার দুর্ঘটনার আগের এবং পরের ছবি দিয়ে প্রতিবেদন বের হয়েছে। যদি আমায় সুস্থ হওয়ায় সাহায্যই না করতে পারতেন দয়া করে ও সব লেখার কী খুব দরকার ছিল?, আজ এত বছর পর প্রশ্ন তাঁর।
সেরে তিনি উঠলেন। নিলেন সন্ন্যাস। মন প্রাণ সঁপে দিলেন যোগাভ্যাসে। আর কোনওদিন তাঁর ইচ্ছে হয়নি অভিনয়ের? মনে হয়নি আবারও তাঁর চারিপাশে গুঞ্জরিত হোক ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’? তাঁর কথায়, “ওই দুর্ঘটনার পরেও আমার কাছে কিন্তু ছবির অফার এসেছিল। আমি নিজেই করতে চাইনি। তখন আমি এ সব গ্ল্যামারের দুনিয়া থেকে অনেক দূরে। যদি আমার শুধু ছবিই করতে হত তবেঁ এত দিনে আমি ২০টিরও বেশি আন্তর্জাতিক ছবি সাইন করে ফেলতে পারতাম।”
আরও পড়ুন- ওরা ভেবেছিল আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি: অমিতাভ বচ্চন
‘আশ্রম’-এ এখন দিন কাটে তাঁর। স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন তিনি। মানুষের সুখ-দুঃখের হদিশ পাওয়ার চেষ্টা করেন, তা সমাধানের চেষ্টা করেন। আজ তিনি যোগ প্রশিক্ষক। ৯০-র দশকে পুরুষ হৃদয়ে হিল্লোল তোলা অনু আগরওয়াল তাঁর এই সাদামাটা জীবনেই খুঁজে পেয়েছেন মুক্তির আনন্দ।