নিউ ইয়র্ক সিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেলেন অনুপম
‘হ্যাপি বার্থডে’ ছাড়াও অনুপমের পাইপলাইনে ‘দ্য লাস্ট শো’, ‘মুঙ্গিলাল রকস’, এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ সহ আরও বেশ কয়েকটি ছবি রয়েছে।
‘হ্যাপি বার্থডে’র জন্য ‘নিউ ইয়র্ক সিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেতার পুরস্কার পেলেন অনুপম খের। শুধু তাই নয়, সেরা শর্ট ফিল্মের সম্মানেও ভূষিত হয় প্রসাদ কদম পরিচালিত ‘হ্যাপি বার্থডে’। সম্মান পাওয়ার পর অনুপম খের বলেন, “এই সম্মানের জন্য আপনাদের ধন্যবাদ নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এনওয়াইসিআইএফএফ)। এই চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মান হিসাবে আমায় ঘোষনা করা ধন্যবাদ। এর কৃতিত্ব পরিচালক প্রসাদ কদম, গল্প লেখক, প্রযোজনার টিম এবং প্রত্যেকের।”
আরও পড়ুন দেশে কোভিড পরিস্থিতির মোকাবিলায় প্রিয়াঙ্কার পাশে এবার ‘উলভারিন’!
নিজের টুইটার হ্যান্ডেলে অনুপম ছবিও শেয়ার করেছেন। লিখেছেন তিনি ‘অত্যন্ত খুশি’ এই সম্মান পেয়ে।
Extremely happy to have won the #BestActor award at the #NYCIFF (New York City International Film Festival) for my short film #HappyBirthday. Also thrilled that it got the #BestFilm award too!! Thank you to the entire unit especially @AahanaKumra for their support!! Jai Ho!! ?? pic.twitter.com/tmMm3z2QYp
— Anupam Kher (@AnupamPKher) May 6, 2021
কিছুটা উদ্ভট রকমের পোস্টার হলেও বেশ আকর্ষণীয়। একটি ঘরে কালো কোট পরে দাঁড়িয়ে আছেন অনুপম। মাথায় ব্ল্যাক টুপি। হাতে গোলাপী ড্রেস। আর তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন অহনা। দু’জনের লুক একেবারে সোজাসুজি ক্যামেরার দিকে। এটাই ছিল তাঁর নতুন শর্ট ফিল্ম ‘হ্যাপি বার্থডে’র পোস্টার লুক। শর্ট ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন অহনা কামরা। ছবির পোস্টার শেয়ার করে অনুপম ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের শর্ট ফিল্মের প্রথম লুকটি শেয়ার করে উচ্ছ্বসিত #হ্যাপিবার্থডে! ইতিমধ্যে বেশ কয়েকটি সম্মানীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি নির্বাচিত হয়েছে! আশা করি এটা আপনার ভাল লাগবে!’
‘হ্যাপি বার্থডে’ ছাড়াও অনুপমের পাইপলাইনে ‘দ্য লাস্ট শো’, ‘মুঙ্গিলাল রকস’, এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ সহ আরও বেশ কয়েকটি ছবি রয়েছে।