ক্যানসার আক্রান্ত স্ত্রীর জন্য করজোড়ে ধন্যবাদ অনুপমের

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 03, 2021 | 1:29 PM

অনুপম সকল অনুগামীদের প্রতি ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর টুইটার পেজে।

ক্যানসার আক্রান্ত স্ত্রীর জন্য করজোড়ে ধন্যবাদ অনুপমের
অনুপম-কিরণ।

Follow Us

এপ্রিল মাসের প্রথম দিনেই অনুপম খের তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান, তাঁর স্ত্রী কিরণ খের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি লেখেন, “সবাইকে জানাতে চাইছি কিরণ মায়ালোমা, এক ধরণের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ওর চিকিৎসা চলছে। কিরণ সারা জীবনই যুদ্ধ করেছে, তাই আমরা নিশ্চিত আগের থেকেও আরও বেশি শক্তি নিয়ে ও ফিরে আসবে। অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের হাতে তাঁর চিকিৎসা চলছে সে জন্য আমরা কৃতজ্ঞ।”

 

আরও পড়ুন ‘কৌশানী, ভদ্রমহিলা হন’ রূপার পরামর্শ, শ্রীলেখার ‘উন্নয়নের ভাষা’

 

খবরটি শেয়ার করার পর থেকে অনুগামীরা অসংখ্য শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন। অনুপম খের সেই সকল অনুগামীদের প্রতি ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন তাঁর টুইটার পেজে। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ সবাইকে, আপনাদের ভালবাসা, উদ্বেগ, শুভকামনা এবং আশীর্বাদের জন্য, কিরণ খেরের জন্য। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে আপনারা সবাই পাশে ছিলেন। আন্তরিকতার জন্য ধন্যবাদ! আপনাদের সকলের জন্য ভালবাসা এবং প্রার্থনা #ধন্যবাদ #কৃতজ্ঞতা।’

 

 

কিরণের ক্যানসারের খবর জানিয়ে অনুপম লেখেন, “সবাইকে জানাতে চাইছি কিরণ মায়ালোমা, এক ধরণের ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ওর চিকিৎসা চলছে। কিরণ সারা জীবনই যুদ্ধ করেছে, তাই আমরা নিশ্চিত আগের থেকেও আরও বেশি শক্তি নিয়ে ও ফিরে আসবে। অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের হাতে তাঁর চিকিৎসা চলছে সে জন্য আমরা কৃতজ্ঞ।” নিজের কেন্দ্রে বেশ কয়েক মাস ধরেই বিজেপি সাংসদ কিরণের অনুপস্থিতি চোখে পড়েছিল বিরোধীদের।

 

 

কীভাবে ধরা পড়ল কিরণের এই রোগ? এই প্রসঙ্গে চণ্ডিগড়ের মুখ্যমন্ত্রী অরুণ সুদ জানিয়েছেন, “গত বছর নভেম্বরে চণ্ডীগড়ের বাড়িতে কিরণ খেরের হাত ভেঙে যায়। এরপর চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউড অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে চিকিৎসাধীন থাকাকালীন ওঁনার শরীরে মাল্টিপেল মায়োলেমা ধরা পড়ে। সেই রোগ ওঁর ডান হাতে এবং কাঁধে ছড়িয়ে পড়ে’

Next Article