পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নু ফের একসঙ্গে জুটি বাঁধছেন। এ বার সঙ্গে রয়েছেন ‘পাওয়ার ওম্যান’ একতা কাপুর। এই ত্রয়ী মিলে নতুন ছবির কাজ শুরু করছেন। ছবির নাম ‘দোবারা’। পরিচালনায় অনুরাগ কাশ্যপ নিজে।
‘মনমরজিয়াঁ’–র মতো ‘দোবারা’ অবশ্য প্রেমের ছবি নয়। অনুরাগ আবার নিজের পছন্দের জঁরে ফিরে গিয়েছেন। এই ছবি আদ্যন্ত থ্রিলার। প্রযোজনায় কাল্ট ফিল্ম। একতা কাপুরের বালাজি টেলিফিল্মের এক নতুন শাখা এই কাল্ট ফিল্ম। একতা অবশ্য একা নন, ‘অ্যাথেনা’–র সুনীল ক্ষেত্রপল এবং ‘ভারমিলিয়ন ওয়ার্ল্ড প্রোডাকশন’–এর গৌরব বোসের সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি তৈরি করেছেন এই কাল্ট ফিল্ম।
একতা–অনুরাগের জুটি অবশ্য নতুন নয়। দু’জনের মিলিত প্রযোজনায় ‘উড়তা পাঞ্জাব’, ‘লুটেরা’–র মতো বহুল চর্চিত ছবি আমরা পেয়েছি। তবে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে এই প্রথম কাজ একতার। স্বাভাবিকভাবেই একতা খুবই আশাবাদী। তিনি বলেছেন “এই প্রথম কাল্ট ফিল্মের হয়ে অনুরাগ ছবি পরিচালনা করছে। আমি সত্যি রোমাঞ্চিত। তারওপর তাপসী পান্নু লিড রোলে! যখনই অন্যরকম কোনও প্রজেক্ট এদের কাছে এসেছে এরা ছক্কা মেরেছে। আমি আর অপেক্ষা করতে পারছি না।”
আরও পড়ুন:সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’-এ ভিলেন কে?
একতা কাপুররা কাল্ট ফিল্ম তৈরিই করেছেন অন্য ধারার ছবি বানাবেন বলে। অনুরাগ কাশ্যপ বলেছেন “দোবারা একটা নতুন গল্প নিয়ে দর্শকের কাছে আসছে। আমি সত্যি খুব উত্তেজিত।” তাপসী পান্নুও সমানভাবে আগ্রহী। তিনি জানিয়েছেন এই ধরণের থ্রিলার ছবিতে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। অনুরাগ কাশ্যপের মতো পরিচালক যখন পরিচালনায়, তখন ছবিটা অন্য মাত্রা পাবেই। তারওপর একতা কাপুরের মতো সুপারওম্যান এই ছবির পেছনে আছেন। খুব শীঘ্রই ফ্লোরে যাবে ‘দোবারা’।