চলতি বছর জানুয়ারিতে কন্যা সন্তান ভামিকার বাবা-মা হয়েছেন বিরাট কোহালি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সন্তানের জন্মের পরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা এই বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন যে, ভামিকার মুখের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পাক, তা তাঁরা চান না। অভিনব কায়দায় সাংবাদিকদের উপহার পাঠিয়ে এই অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু এখনও মেয়েকে নিয়ে দম্পতিকে প্রকাশ্যে দেখা গেলেই ছবি তোলার জন্য ভিড় করেন সংবাদমাধ্যমের একটা অংশ।
গত সোমবার বিকেলে মুম্বই বিমানবন্দরে ফের ফ্রেমবন্দি হলেন বিরাট এবং অনুষ্কা। নায়িকার কোলে ছিল ভামিকা। আইপিএল চলছে। গত রবিবার চেন্নাইয়ে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা শেরে সোমবার মুম্বইতে ফিরেছেন বিরাট। আগামী ২২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁদের পরবর্তী ম্যাচ। বিমানবন্দরে তোলা দম্পতির ছবি ভাইরাল। ভামিকাকে একবার দেখায় আশায় এই ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।
মাতৃত্বের ছুটি কাটিয়ে অনুষ্কা যে ফের চুটিয়ে ছবি করবেন তার আভাস তিনি ভামিকার জন্মের আগেই দিয়েছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “সন্তানের জন্মের পর আমি ফের ছবির শুটিং শুরু করব। বাড়িতে এমন এক সিস্টেম চালু করব যাতে বাড়ি, সন্তান এবং কাজের মধ্যে আমি একটা ব্যালেন্স করতে পারি। কাজ আমাকে করে যেতেই হবে। যতদিন বাঁচব, কাজ করে যাব। কারণ অভিনয় আমাকে যেভাবে আনন্দে রাখে, আর কিছুতে আমি সেই আনন্দ খুঁজে পাই না।” সত্যিই তিনি একটি বিজ্ঞাপনের শুটিং করেও ফেলেছেন। তবে পরবর্তী ছবি কবে করবেন, তা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি।
আরও পড়ুন, বিচারক গোবিন্দা, সঞ্চালক অঙ্কুশ-বিক্রম, সঙ্গী চার গুরু! কোথায়?
বিরাট-অনুষ্কার জীবনে এখন প্রায়োরিটি ভামিকা। বিরাট যেখানে যেখানে খেলতে যাচ্ছেন, সম্ভব হলে মেয়েকে নিয়ে ট্রাভেল করছেন অনুষ্কাও। এরপর পুরোদমে অনুষ্কা শুটিং শুরু করলে তখন মেয়েকে সামলানোর দায়িত্ব কিছুটা বিরাট নেবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দম্পতি।