‘আমি আর ফিরব না!’ মেয়ের জন্মদিনে বড় ঘোষণা অনুষ্কা শর্মার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর থেকে বিরাট ও অনুষ্কা লন্ডনেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। তবে গত বছরের ডিসেম্বরে তাঁদের অষ্টম বিবাহবার্ষিকীর পর এই তারকা দম্পতিকে ভারতে দেখা যায়। বিমানবন্দরের একটি ভিডিওতে দুজনকে বেশ ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছিল।

আমি আর ফিরব না! মেয়ের জন্মদিনে বড় ঘোষণা অনুষ্কা শর্মার

|

Jan 13, 2026 | 7:08 PM

সময় যেন নিমেষেই উড়ে যায়। দেখতে দেখতে পাঁচ বছর পার করে ফেলল বিরুষ্কার আদরের কন্যা ভামিকা। ১১ জানুয়ারি ছিল তার পঞ্চম জন্মদিন। মেয়ের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় মাতৃত্বের এক অনন্য অনুভূতির কথা তুলে ধরলেন অনুষ্কা শর্মা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা একটি বিশেষ পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা, “মাতৃত্ব তোমাকে বদলে দিক।” এই বার্তার সঙ্গে নিজের মনের কথা জুড়ে দিয়ে অভিনেত্রী লেখেন, “তোমাকে চেনার আগে আমার যে সত্ত্বা ছিল, আমি আর সেই পুরানো জীবনে ফিরে যেতে চাই না, আমার সন্তান।” শেষে ভামিকার জন্মের তারিখ হিসেবে লেখেন— ‘১১ জানুয়ারি ২০২১’। অনুষ্কার এই পোস্ট স্পষ্ট করে দেয় যে, ভামিকার আগমন তাঁর জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর থেকে বিরাট ও অনুষ্কা লন্ডনেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। তবে গত বছরের ডিসেম্বরে তাঁদের অষ্টম বিবাহবার্ষিকীর পর এই তারকা দম্পতিকে ভারতে দেখা যায়। বিমানবন্দরের একটি ভিডিওতে দুজনকে বেশ ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছিল। সেখানে বিরাট ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ালেও, অনুষ্কা অবশ্য কিছুটা অন্তরালেই থাকতে পছন্দ করেছিলেন।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তসকানিতে এক রূপকথার মতো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বর্তমানে দুই সন্তান ভামিকা ও অকায়কে নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বের প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন অনুষ্কা।