সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান, স্পষ্ট করলেন অনুষ্কা

অনুষ্কা জানিয়েছেন, প্রেগন্যান্সি পিরিয়ডের প্রথম তিন মাস সকালে তিনি টোস্ট এবং বিস্কুট খেতেন। কিন্তু বড়াপাও বা ভেলপুরি খেতে ইচ্ছে করত তাঁর।

সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চান, স্পষ্ট করলেন অনুষ্কা
অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

|

Dec 30, 2020 | 10:21 PM

আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ঘরে আসছে নতুন অতিথি। তার অপেক্ষায় এখন দিন গুনছেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সন্তানসম্ভবা অবস্থায় প্রথমবার ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য বিশেষ ফটো শুট করলেন নায়িকা। সাক্ষাৎকারে শেয়ার করলেন তাঁর মাতৃত্বের জার্নির কিছু অংশ।

অনুষ্কার কথায়, “আমি খুব ব্যালান্সড লাইফ কাটিয়েছি। ভবিষ্যতেও সেটাই চেষ্টা করব। ধ্যান করতাম প্রতিদিন। ধীরে ধীরে শরীরে যে পরিবর্তনগুলো হয়েছে, তার অভিজ্ঞতা অসাধারণ।”

অনুষ্কা জানিয়েছেন, প্রেগন্যান্সি পিরিয়ডের প্রথম তিন মাস সকালে তিনি টোস্ট এবং বিস্কুট খেতেন। কিন্তু বড়াপাও বা ভেলপুরি খেতে ইচ্ছে করত তাঁর। “আমি সব সময় যে কোনও জিনিস নিয়ে রিসার্চ করে ফেলি। এ বিষয়েও আমার চিকিৎসকের মাথা প্রায় খারাপ করে দিয়েছিলাম। অনেক সময় আমরা অনেক কিছু পরিবার বা বন্ধুদের থেকে শুনি। তা সঠিক কি না অবশ্যই একজন প্রফেশনালের থেকে জেনে নেওয়া দরকার। প্রেগন্যান্সি পিরিয়ডে একজন নয়, দু’জনের খাবার খেতে হবে, এই মিথটা প্রথম ভেঙে দিয়েছিলেন আমার চিকিৎসক”, বলেন অনুষ্কা।

আরও পড়ুন, করোনা আতঙ্কের মধ্যে প্রেগন্যান্সি, কীভাবে নিজের যত্ন নিচ্ছেন স্নেহা?

অনুষ্কা মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।