বিশ্বের গ্লোবাল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স র্যাঙ্কিংয়ে সেরা ২৫-এ জায়গা দখল করলেন বিরাট-অনুষ্কা (Anushka Sharma) (Virat Kohli) । ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং বলিউড অভিনেত্রী জীবনে তৃতীয় জনের আগমন হতে চলেছে আগামী বছরের নতুন মাসে। তাঁর আগেই যুগলের জন্য আর এক সুখবর হাজির।
আরও পড়ুন ছেলে কার্তিক আরিয়ানের জন্য মা ভীষণ চিন্তিত, কিন্তু কেন?
গ্লোবাল ডেটা সংগ্রহ এবং অ্যানালিসিস প্ল্যাটফর্ম দ্বারা সংকলিত এক নতুন পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলি, অনুষ্কা শর্মা এবং নরেন্দ্র মোদী সেরা ২৫-এর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছেন। ১০০০ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসের র্যাঙ্কিং উঠে এসেছে এই রিপোর্টে। যাঁরা নিয়মিত অডিয়েন্সকে এনগেজ করেছেন। সামাজিক সচেতনতার বার্তার মাধ্যমে, অনুপ্রেরণা জুগিয়েছেন এবং অডিয়েন্সের উপর প্রভাব বিস্তার করতে পেরেছেন।
র্যাঙ্কিংয়ে প্রথমে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ৪.৫ মিলিয়ন মানুষের অথেন্টিক এনগেজমেন্ট রয়েছে রোনাল্ডোর ইনস্টা পোস্টে। মার্কিন গায়িকা বিয়ন্সের ঠিক এক ধাপ নিচে মানে র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
অন্যদিকে অনুষ্কা রয়েছেন ২৪ নম্বরে, তার ঠিক নিচে রয়েছেন আবার এক মার্কিন গায়িকা টেলর সুইফট। অনুষ্কার প্রতি ইনস্টা পোস্টে প্রায় ২.৬ মিলিয়ন মানুষের অথেন্টিক এনগেজমেন্ট রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন (Narendra modi) ১৭ নম্বর র্যাঙ্কে ।
অনুষ্কা এবং বিরাটের দারুণভাবে অডিয়েন্সের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছেন। সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন। এবং সে কারণেই বিভিন্ন নামিদামি ব্র্যান্ড ‘পাওয়ারফুল দম্পতি’র উপর বিশ্বাস রাখতে শুরু করে। এ সময়ে দেশের প্রতিটি রাজ্যের মানুষের মন জুড়ে ‘বিরুষ্কা’ হয়ে উঠেছেন ফেভারিট সেলিব্রিটি কাপল।
সেরা ২৫-এ ‘বিরুষ্কা’ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আর কোনও ভারতীয়ের নাম উঠে আসেনি। তবে সেরা ৫০-এর তালিকায় জায়গা করে নিয়েছেন, ক্যাটরিনা কইফ (র্যাঙ্কিং-৪৩) এবং দীপিকা পাড়ুকোন (র্যাঙ্কিং-৪৯)।