সময় আরও আরও কঠিন হয়ে উঠছে। দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রতিটি মানুষ, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় জুটেছেন। এমন সময়ে ফ্রন্টলাইন কর্মীরা একসঙ্গে মারণ ভাইরাসের মোকাবিকা করে চলেছে প্রতিনিয়ত। তাঁদের মানবিকতা দেখে বহু অভিনেতা-অভিনেত্রী সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন। কর্মীদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছেন অর্থদান থেকে শুরু করে খাবারদাবার। এমন এক উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও। স্বামী বিরাটকেও পাশে পেয়েছেন অনুষ্কা।
আরও পড়ুন ইনস্টাগ্রাম ডিলিট করল কঙ্গনার পোস্ট, “…এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারব না” লিখলেন অভিনেত্রী
করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা । এ বার করোনা মোকাবিলার জন্য অর্থ তহবিল গড়ার ঘোষণা করলেন বিরুষ্কা। শুক্রবার ইন্সটাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করেন বিরাট। সেখানে বিরাট ও অনুষ্কা জানান, “ভারতের পক্ষে এই মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। আমাদের দেশকে এই রকমভাবে লড়াই করতে দেখে আমাদের সত্যিই কষ্ট হয়। আমরা সমস্ত লোকের কাছে কৃতজ্ঞ যারা আমাদের জন্য দিনরাত লড়াই করে যাচ্ছেন। তবে এখন তাঁদের আমাদের সমর্থন দরকার। এখন তাঁদের পাশে আমাদের দাঁড়াতে হবে।”
ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য অভিনেত্রী প্রায় ৪ কোটি টাকা সংগ্রহ করেছিলেন। গত এক বছরে নিরলস কাজ করার জন্য স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্কা একটি সুন্দর ভিডিও পোস্ট করেছেন,। ভিডিয়োটিতে লেখা রয়েছে “জীবনের ঝুঁকির নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জীবন বাঁচানোর ধন্যবাদ। ভারত আপনার পাশে দাঁড়িয়ে আছে।”
ক্যাপশনে অনুষ্কা লেখেন, ‘আমরা সমস্ত স্বাস্থ্যসেবা এবং প্রথম সারির কর্মীদের একটি বড় ধন্যবাদ বলতে চাই, তাঁদের কাজ সত্যই অনুপ্রেরণামূলক। আপনারা দেশের জন্য আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রেকেছেন এবং তার জন্য আমরা চিরকাল আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা প্রকৃত নায়ক, বিরাট এবং আমি এবং এই দেশের কাছে। আবারও আপনাদের ধন্যবাদ।’