‘বিয়ের পর হয়তো আর কাজ করব না’, অনুষ্কার দশ বছর আগের ভিডিয়ো ভাইরাল

চ্যাট শো-টি সম্প্রচারিত হয়েছিল ২০১১ সালে ৩১ জুলাই। অনুষ্কার পর বয়স তখন ২২। ততদিনে তাঁর ঝুলিয়ে জায়গা পেয়েছে 'রব নে বানা দি জোড়ি', 'ব্যান্ড বাজা বারাত', 'বদমাশ কোম্পানি'র মতো বেশ কয়েকটি বিগ বাজেট হিট ছবি।

'বিয়ের পর হয়তো আর কাজ করব না', অনুষ্কার দশ বছর আগের ভিডিয়ো ভাইরাল
অনুষ্কা শর্মা।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 5:33 PM

মা হওয়ার পর আবারও কাজে ফিরেছেন অনুষ্কা শর্মা। এরই মধ্যে ভাইরাল হল অভিনেত্রীর দশ বছর আগের এক পুরনো ভিডিয়ো। যে ভিডিয়োতে অনুষ্কা বিয়ের পর আর কাজ না করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সিমি গারেওয়ালের এক চ্যাট শো-তে।

চ্যাট শো-টি সম্প্রচারিত হয়েছিল ২০১১ সালে ৩১ জুলাই। অনুষ্কার পর বয়স তখন ২২। ততদিনে তাঁর ঝুলিয়ে জায়গা পেয়েছে ‘রব নে বানা দি জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘বদমাশ কোম্পানি’র মতো বেশ কয়েকটি বিগ বাজেট হিট ছবি। অনুষ্কার একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, বিয়ে তাঁর কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “আমি বিয়ে করতে চাই। সন্তানও চাই। হতেও পারে বিয়ের পর আমার আর কাজ করার ইচ্ছে হল না।”

যদিও বাস্তবে তা হয়নি। ২০১৭ সালে বিরাট কোহালিকে বিয়ে করার পরেও চুটিয়ে কাজ চালিয়ে গিয়েছেন তিনি। অভিনয় করেছেন ‘জিরো’, ‘সঞ্জু’সহ বেশ কিছু ছবিতে। খুলেছেন নিজের প্রযোজনা সংস্থাও। সংসার এবং পেশা সামলিয়েছেন দক্ষতার সঙ্গেই। এ বছরেরই ১১ জানুয়ারি বিরাট এবং অনুষ্কার ঘরে আসে তাঁদের প্রথম সন্তান ভামিকা। সন্তান জন্মাবার প্রায় আড়াই মাস পর আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী। শেয়ার করেছিলেন মেকআপ রুমের ছবিও। কথাতেই তো বলে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’।